কল্যাণীতে অনিশ্চিত ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাই ভোল্টেজ ডার্বি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 19 জুলাই কল্যাণীর বুকে নামবে মহাঝড়। মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান। আপাতত তেমন কথা থাকলেও দুই ময়দান প্রধানের হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। জানা যাচ্ছে, ইস্ট-মোহনের তরুণ দল মাঠে নামলেও, দুই দলের সমর্থক সংখ্যার কথা মাথায় রেখেই ডার্বি আয়োজনের অনুমতি দিচ্ছে না পুলিশ। কার্যত এমন দাবি জানিয়েই নাকি IFA-কে চিঠি দিয়েছে তারা।

ডার্বির জট কাটাতে চলছে পুরোদস্তুর চেষ্টা

গত সোমবার, IFA সচিব-অনির্বাণ দত্ত স্পষ্ট জানিয়েছিলেন কল্যাণীর মাঠে গড়াবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের হাই ভোল্টেজ ডার্বি। সেই মতোই চলছিল সব। তবে হঠাৎ পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায়, চিঠি পাওয়ার পরই IFA সচিব অনির্বাণ দত্ত এবং প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি একটি বৈঠক করেন। সূত্রের খবর, কীভাবে সমস্ত জটলা কাটিয়ে ডার্বি আয়োজন করা যায় সে সব বিষয়েই আলোচনা হয়েছিল ওই বৈঠকে।

শেষ পর্যন্ত কি আশা ভঙ্গ হবে ভক্তদের?

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের হাই ভোল্টেজ ম্যাচের টিকিট সংক্রান্ত সমস্যা মিটেছে। জানা যায়, দুদলের সমর্থকদের প্রায় 1 হাজার টিকিট দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল IFA!তাছাড়াও অন্যান্য দর্শকদের জন্য 13 হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছিল, যেগুলি দেড়শো টাকায় বিক্রি করা হবে।

শুধু তাই নয়! শত হোক ডার্বি ম্যাচ, তাই কল্যাণীর ছোট স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দু’দলের গ্যালারির মাঠে বিরাট ফেন্সিং তোলার কাজও শুরু হওয়ার কথা ছিল। এমনকি ডিজিটাল টিকিট থেকে শুরু করে মাঠে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হবে বলেই জানা যায়। তবে সেসবের মাঝেই সমস্ত প্রস্তুতিতে কার্যত জল ঢাললো পুলিশি সিদ্ধান্ত।

অবশ্যই পড়ুন: KKR-কে দু’বার IPL জেতানো রাসেলের অবসর ঘোষণা, আর খেলবেন না দেশের হয়ে!

সব মিলিয়ে, 19 জুলাইয়ের ডার্বি ঘিরে একাধিক আয়োজনের পরও তৈরি হল অনিশ্চয়তা। তাহলে কি পুলিশি নিরাপত্তার অভাবে ভেস্তে যাবে হাই ভোল্টেজ ডার্বি? শেষ পর্যন্ত কোন খাতে গড়াবে দুই ময়দান প্রধানের লড়াই? আপাতত উত্তর নেই কারোর কাছেই। তবে দুদলের ডার্বি নিয়ে হঠাৎ এমন ধোঁয়াশায় প্রশ্নের তীর কিন্তু ঘুরছে IFA-র দিকেই!

Leave a Comment