সহেলি মিত্র, কলকাতা: সাধারণ মানুষকে স্বস্তি দিতে ফের একবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এবার ভারতে ১০টি ‘অমৃত’ ফার্মেসি চালু করেছে। এই ‘অমৃত’-এর মাধ্যমে চিকিৎসার জন্য সাশ্রয়ী মূল্যের ওষুধ এবং নির্ভরযোগ্য ইমপ্লান্ট পাবেন। শনিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দিল্লি থেকে পশ্চিমবঙ্গের কল্যাণী এইএমস (Kalyani AIIMS) সহ ১০টি স্থানে এই ফার্মেসিগুলির উদ্বোধন করেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
কোথায় কোথায় অমৃত ফার্মেসি খোলা হয়েছে?
এই ফার্মেসিগুলিতে নামীদামি কোম্পানির ওষুধ বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে পাওয়া যাবে। কিছু ওষুধের ক্ষেত্রে, বিশেষ করে জীবনদায়ী ওষুধ সর্বোচ্চ খুচরা মূল্যের (MRP) চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যাবে।
১. AIIMS কল্যাণী (ইউনিট ৩)
২. পিজিআই নিউরোসায়েন্স সেন্টার, চণ্ডীগড়
৩. জম্মু জিএমসিএইচ (ইউনিট ২)
৪. স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, জম্মু
৫. এইমস দেওঘর
6. শ্রীনগর ডেন্টাল হসপিটাল
৭. এসসিটিআইএমএসটি, ত্রিভান্দ্রম
৮. মুম্বাই পোর্ট ট্রাস্ট
৯. আইআইটি যোধপুর
১০. এইমস গোরক্ষপুর
প্রকল্পের উদ্দেশ্যে কী?
শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে জে.পি. নাড্ডা এই অমৃত ফার্মেসিগুলির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে অমৃত ও জনঔষধি কেন্দ্র চালু করে, যার লক্ষ্য ছিল জনগণকে সহজে এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা।’ এই প্রকল্পটি ২০১৫ সাল থেকে দেশের ২৪টি রাজ্য এবং ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হয়েছে। সারা দেশে এর ২৫৫টি আউটলেট রয়েছে।
এই আউটলেটগুলির মাধ্যমে জীবনদায়ী ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম খুব কম দামে পাবেন মানুষ। কখনও কখনও কিছু ওষুধ MRP-এর থেকে ৫০ শতাংশ পর্যন্ত কম দামে মিলবে। অনকোলজি থেকে কার্ডিওলজি, অর্থোপেডিক্স এবং এন্ডোক্রিনোলজি পর্যন্ত, সকল ধরণের ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া যাবে। মন্ত্রী বলেন, জনগণের চাহিদার কথা মাথায় রেখে, প্রতিটি বেসরকারি, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল এবং জেলা হাসপাতালে AMRIT থাকা উচিত।