প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিন। যদিও এখনও কয়েক মাস বাকি হাতে। তাই এইমুহুর্তে নজর রাখা হচ্ছে SIR প্রক্রিয়া নিয়ে। এমতাবস্থায় ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণের সংঘাত বাঁধল। বিজেপির দুষ্কৃতীদের অস্ত্র সরবরাহ করেন রাজ্যপাল এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কল্যাণ, আর তারই প্রতিবাদে এবার এক নজিরবিহীন পদক্ষেপ নিল রাজভবন (Raj Bhavan)।
রাজ্যপালের সঙ্গে সংঘাত কল্যাণের
উল্লেখ্য, রাজ্যে SIR নিয়ে আনন্দ বোস বলেছিলেন যে, এসআইআর অত্যাবশ্যক, কারণ এটি নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার একটা গুরুত্বপূর্ণ পথ। এছাড়াও তাঁর বিশ্বাস, এই প্রক্রিয়াটি ভোটারদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করবে। আর এই মন্তব্যের ভিত্তিতে শ্রীরামপুরের সংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাবে বিস্ফোরক প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “রাজ্যপালকে বলুন উনি শীঘ্রই যেন বিজেপির অপরাধীদের রাজভবনে আশ্রয় দেওয়া বন্ধ করেন। উনি সেখানে অপরাধীদের রাখছেন, তাদের বন্দুক ও বোমা দিচ্ছেন এবং বলছেন যে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলা করো।” এরপরেই শুরু হয় তুমুল বিতর্ক। রাজভবনের তরফ থেকে প্রকাশ করা হয় চরম এক বিবৃতি।
বিবৃতি প্রকাশ রাজভবনের
গতকাল অর্থাৎ রবিবার, রাজভবনের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজভবনে অস্ত্র ও গোলাবারুদ বিতরণ করা হয় । কিন্তু এই ঘটনা সত্য নয়। তাই রাজভবন কর্তৃপক্ষের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ১০০-রও বেশি সাংবাদিক এবং ১০০ জনেরও বেশি সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হচ্ছে রাজভবন পরিদর্শন করার জন্য। সাংসদের অভিযোগ অনুসারে কোনও অস্ত্র ও গোলাবারুদ মজুত আছে কি না তা যাচাই করার জন্য দরজা খুলে দেওয়া হচ্ছে। যদি তদন্তের ভিত্তিতে তাঁর অভিযোগ সঠিক না-হয়, তবে সাংসদকে বাংলার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। এবং তা যদি তিনি না-করেন, তবে ঘৃণামূলক বক্তব্যের জন্য বিচারের মুখোমুখি হওয়ার উপযুক্ত বিকল্প রয়েছে।” আর এই প্রক্রিয়া করার সময় হাজির থাকবেন রাজ্যপাল আনন্দ বোসও।
আরও পড়ুন: এসএসসির প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায় ‘অযোগ্যদের নাম’! ফের মামলা উঠল হাইকোর্টে
রাজভবনে চলছে চিরুনি তল্লাশি
জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে এসে রাজভবনে চিরুনি তল্লাশি করাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যা সরাসরি টিভিতে সম্প্রচার করা হচ্ছে। প্রশাসনিক কর্তাদের একাংশের বক্তব্য, রাজভবনের ইতিহাসে এই ধরনের ঘটনা এর আগে কোনদিনও ঘটেনি। প্রথমবার রাজভবনে এমন ভাবে যৌথ চিরুনি তল্লাশি চলছে। রিপোর্ট অনুযায়ী কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড— এই পাঁচ বাহিনী মিলে অভিযানে যোগ দিয়েছে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দফতর ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপণ মহড়াও পরিচালনা করছে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত তদন্তে কোনো কিছু মেলেনি।