কষ্ট কমল যাত্রীদের! হাওড়া থেকে এই ট্রেনে AC কোচ চালু করল পূর্ব রেল

Indian Railways have launched AC coaches for Howrah division passengers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের শুরুতেই যাত্রীদের একের পর এক উপহার দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। তাহলে হাওড়া ডিভিশনের যাত্রীরা বাদ পড়বেন কেন? মূলত যাত্রী সুবিধার্থে এবার হাওড়া থেকে সাহেবগঞ্জ রুটের হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে এসি কোচ চালু করল রেল। সাহেবগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে শেষমেষ পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফে নতুন এসি কোচ চালু করার কথা ঘোষণা করা হয়েছে।

হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে এবার মিলবে এসি কোচের সুবিধা

পূর্ব রেল সূত্রে খবর, সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস অর্থাৎ 13028 সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি যা সকালবেলা সাহেবগঞ্জ থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছয় এবং 13427 অর্থাৎ হাওড়া থেকে সাহেবগঞ্জ ইন্টারসিটি যা দুপুর বেলা হাওড়া থেকে ছেড়ে সাহেবগঞ্জ পৌঁছয় এই আপ এবং ডাউন ট্রেনে এসি কোচ যুক্ত করা হয়েছে। তাতে গ্রীষ্মের ভরা দুপুরে গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন হাওড়া-সাহেবগঞ্জ রুটের যাত্রীরা। শুধু তাই নয়, ইন্টারসিটি এক্সপ্রেসসে যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে পূর্ব রেল।

অবশ্যই পড়ুন: ফুঁসছে নিম্নচাপ, আরও ২ ডিগ্রি নামবে পারদ, দক্ষিণবঙ্গের দুই জেলায় শৈতপ্রবাহ, আজকের আবহাওয়া

বলাই বাহুল্য, সাহেবগঞ্জ-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে হাওড়ার মধ্যে 350 কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় 7 ঘন্টা সময় নেয়। আর এই দীর্ঘ যাত্রাপথে ফ্যাশফ্যাশে গরমে এতদিন একেবারে নাকাল হয়ে পড়তে হচ্ছিল যাত্রীদের। ট্রেনের মধ্যে প্রবল গরমের কারণে বহু যাত্রীর অসুস্থ হয়ে পড়ার খবরও মিলেছে। মূলত সে কারণেই, সাহেবগঞ্জ সহ পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসে নতুন এসি কোচ যুক্ত করার দাবি জানিয়েছিলেন। এবার সেই দাবিতেই সাড়া দিয়ে আজ থেকেই ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটিতে জুড়ে যাচ্ছে নতুন এসি কোচ।

অবশ্যই পড়ুন: শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৬ লাখ টাকা, দুর্ধর্ষ স্কিম পোস্ট অফিসের

নতুন এসি কোচ চালু করার বিষয়ে রেলের একটি সূত্র জানিয়েছে, হাওড়া থেকে সাহেবগঞ্জ রুটে বিশেষ করে রামপুরহাট এবং বোলপুর যাওয়ার জন্য এই ট্রেনটিকেই বেছে নেন অনেকে। ফলে ট্রেনটিতে সব সময়ই ভিড় থাকে। মূলত সে কারণেই যাত্রীদের দীর্ঘ যাত্রাকে আরামদায়ক করে তুলতেই এমন পদক্ষেপ নেওয়া হল। এ প্রসঙ্গে মুখ খুলে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, যাত্রীদের সুবিধাই আমাদের প্রথম প্রাধান্য। সেই মতোই নতুন এসি কোচ চালু করার সিদ্ধান্ত নেওয়া হল।

1 thought on “কষ্ট কমল যাত্রীদের! হাওড়া থেকে এই ট্রেনে AC কোচ চালু করল পূর্ব রেল”

Leave a Comment