প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডের জেরে উত্তপ্ত পরিস্থিতি রাজ্য জুড়ে। শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ যেন বেড়েই চলেছে স্থানীয়দের। আর সেই আবহে বীরভূমে (Birbhum) ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। দলের নেতাদের বিরুদ্ধেই এই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন বীরভূমের ওই নেত্রী।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার এক তৃণমূল নেতা ওই দলেরই এক নেত্রীকে কিছু কাগজে সই করার জন্য ডাকেন। সই করার সময়ই হঠাৎই অন্য গোষ্ঠীর নেতারা এসে ওই নেত্রী ও তাঁর সঙ্গী কর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ। রাস্তার মাঝেই শুরু হয় অপমান, টানাহেঁচড়া এবং শারীরিক নির্যাতন। রাস্তার মধ্যে শ্লীলতাহানি করা হয়েছে তাঁর। নির্যাতিত তৃণমূল নেত্রীর দাবি, তাঁকে অপমান করার পাশাপাশি তাঁর চরিত্র নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়।
শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভের সঞ্চার
তাঁর এই অপমানের প্রতিবাদ করতেই হামলা আরও বেড়ে যায়। আর এক তৃণমূলকর্মী নেত্রীকে বাঁচাতে আসলে তাঁকে মারধর করা হয়। আহত অবস্থায় এইমুহুর্তে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি এতটাই ভয়ংকর আকার ধারণ করে যে এক পর্যায়ে তাঁর ওড়না খুলে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করা হয়। প্রাণে রক্ষা পেয়ে কোনোক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। কসবা-কাণ্ডের ঘটনার মাঝে পুনরায় শাসক দলের কর্মীর এইরূপ আচরণ ফের বিক্ষোভের সঞ্চার ঘটিয়েছে।
অভিযোগ অস্বীকার দলের
জানা গিয়েছে অভিযুক্ত ওই তৃণমূল নেতা নাকি ব্লক সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠ। এর আগেও একাধিকবার সিউড়ি দুই ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। যদিও এই ঘটনার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে অভিযুক্ত গোষ্ঠীর নেতারা। তাঁদের বক্তব্য, ‘‘আমরা কি পাগল যে দিনের বেলা কাউকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব? এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’’ শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পার্টি গেরুয়া শিবির।
আরও পড়ুন: কলকাতায় ইলেকট্রিক বাসের দিন শেষ! এবার নবান্নের নতুন কৌশল
কটাক্ষ বিরোধীদের
বীরভূমের এই ঘটনায় শাসকদলের বাড়বাড়ন্তকে কটাক্ষ করেছেন বীরভূম জেলার বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘তৃণমূলের (TMC) মুষলপর্ব শুরু হয়েছে। এবার রাজ্যে তৃণমূল অতীত হয়ে যাবে।’’ এছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে, ‘‘যখন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে গিয়েছিল, তখনই নুরুল বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল আমাদের কর্মীদের। এবার তৃণমূল নিজেরাই নিজেদের মারছে। নির্বাচনের আগেই সব শেষ হয়ে যাবে।’’
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।