কাঁকুড়গাছিতে অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশকর্তাকে জেল! মুখ খুললেন শুভেন্দু

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বড় রায় আদালতের! ২১ এর বিধানসভায় কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের হত্যাকাণ্ড মামলায় এবার নয়া মোড় নিল আদালতের রায়ে। এবার ৩১ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হল নারকেলডাঙা থানার প্রাক্তন ওসি শুভজিৎ সেনকে। এর সঙ্গে সাব ইন্সপেক্টর রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও।

বড় নির্দেশ আদালতের

গতকাল, শুক্রবার, ১৮ জুলাই, ব্যাঙ্কশাল আদালতে ২০২১ সালে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলা উঠলে বিচারক কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি, বর্তমানে অবসরপ্রাপ্ত এসি শুভজিৎ সেন এবং ‘খুনে সাহায্যকারী’ সুজাতাদের জামিন খারিজ করে দেয়। আগামী ৩১ জুলাই পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

গতকাল এই মামলায় তৎকালীন SI রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়াও আদালতের শুনানিতে বিচারকের পর্যবেক্ষণ, “রক্ষকই যদি ভক্ষক হন, তাহলে সমাজের কী হবে?” এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রশ্ন তোলেন যে, নিহত অভিজিতের মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তদন্তকারী অফিসারকে না জানিয়ে কেন যোগাযোগ করেছিলেন শুভজিৎ? পরবর্তী শুনানিতে সেই প্রশ্নের জবাব জানতে চেয়েছেন বিচারক।

ঘটনাটি কী?

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়িয়েছিল ভোট পরবর্তী হিংসা। যার জেরে সেই সময় পূর্ব কলকাতার কাঁকুড়গাছির এক বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে গলায় তার পেঁচিয়ে বেধড়ক মারধর করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। এদিকে প্রথমে নারকেলডাঙা থানার পুলিশ তদন্ত শুরু করলেও কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর হাতে। তদন্ত চলাকালীন ইতিমধ্যেই তিন দফায় চার্জশিট জমা দিয়েছে।

CBI এর চার্জশিট

২০২১ সালের সেপ্টেম্বরে CBI প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে। সেখানে মোট ২০ জন অভিযুক্তের নাম ছিল, যাদের মধ্যে ১৫ জনের নাম পুলিশের জমা দেওয়া চার্জশিটেও ছিল। এদিকে গত ২ জুলাই দ্বিতীয় এবং সর্বশেষ অতিরিক্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেখানেও অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ, শুভজিৎ সেন এবং রত্না সরকারের।

আরও পড়ুন: খুনের চেষ্টার অভিযোগ হাসিন জাহানের বিরুদ্ধে! নাম শামির মেয়েরও, ভয়ঙ্কর দাবি রিপোর্টে

বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারীর

এমতবস্থায় গতকাল অর্থাৎ ১৮ জুলাই আদালতের রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন সংক্রান্ত শাসকদলের সন্ত্রাসী রূপকে নিয়ে এক ভিডিও পোস্ট করেন।

সেই পোস্টের ক্যাপশনে লেখেন, “সিবিআই তদন্ত সঠিক পথে এগোচ্ছে। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় দোষীদের কেউ রেহাই পাবে না। অভিজিৎ সরকারের আত্মার শান্তি ও তার পরিবারের জন্য ন্যায় বিচার আমাদের অঙ্গীকার।”

Leave a Comment