সৌভিক মুখার্জী, কলকাতা: জ্বালানির দরে আগুন, আর ভারতীয় রুপির মূল্যে (Indian Rupee) ধাক্কা! হ্যাঁ, বাজার খুলতেই বিরাট ঝটকা খেলে ভারতীয় মুদ্রা। সোমবার 17 পয়সা তলানিতে ঠেকে মার্কিন ডলারের তুলনায় রুপির মান দাঁড়িয়েছে 86.72 টাকা। আর এর মূল কারণ হিসেবে উঠে আসছে ক্রুড অয়েলের দাম ঊর্ধ্বগতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের উপর পারমাণবিক হামলা।
হঠাৎ তেলের দাম চড়ল কেন?
বিশ্ববাজারে ফের উত্তেজনা। জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক শক্তি কেন্দ্রে হামলা চালিয়েছে। আর এর জোরে আন্তর্জাতিক বাজারে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছে, যদি ইরান পাল্টা প্রতিশোধ নেয় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ অংশ থমকে যেতে পারে। আর এই আতঙ্কে ক্রুড অয়েলের দাম 77.27 ডলারের ঠেকেছে, যা জানুয়ারির পর সর্বোচ্চ।
রুপির উপর কতটা প্রভাব পড়ল?
বলে রাখি, সোমবার সকাল 9 টা নাগাদ ইন্টার ব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে রুপি 86.75 থেকে শুরু হয়। পরে খানিকটা উঠে 86.72-এ ঠেকে। তবে গতদিনের তুলনায় 17 পয়সা কম। বলে দিই, শুক্রবার রুপি তিন দিনের পতনের পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এবং 18 পয়সা বেড়ে 86.55-তে ঠেকেছিল।
আরও পড়ুনঃ প্রায় শেষ হয়েছিল কেরিয়ার, হতে পারত মৃত্যুও! ঋষভ পন্থের বেঁচে থাকার কারণ ইনি
আর একই সঙ্গে ডলার সূচক, যা মার্কিন মুদ্রার ভিত্তি মূল্য নির্ণয় করে, তাও 0.31 শতাংশ বেড়ে 99.01-এ পৌঁছেছিল। এর ফলে আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হওয়ার পাশাপাশি অন্যান্য দেশের মুদ্রাগুলির উপর বিরাট প্রভাব পড়ছে।
বলে রাখি, এই পরিস্থিতিতে দেশের শেয়ারবাজারেও বিরাট পতন দেখা গিয়েছে। BSE Sensex 705.65 পয়েন্ট পড়ে গিয়ে এখন 80,702.52-তে দাঁড়িয়েছে এবং NSE Nifty 142.85 পয়েন্ট কমে 24,929.55-তে ঠেকেছে।