কাঁধে দেহ নিয়ে হাঁটু সমান জল কাদা পেরিয়ে যেতে হয় শ্মশানে! বেহাল দশা বীরভূমের লাভপুরে

Birbhum

প্রীতি পোদ্দার, কলকাতা: রাস্তা নাকি খানাখন্দ হয়ে পরিণত হয়েছে ডোবায়! বীরভূমের (Birbhum) লাভপুর এলাকায় খুবই বেহাল দশা গ্রামবাসীদের। বর্তমানে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়ে উঠছে সবচেয়ে ভয়ংকর যন্ত্রণার বিষয়। একাধিকবার প্রশাসনের কাছে রাস্তার বেহাল অবস্থা সম্পর্কিত অভিযোগ জানানো হলেও কোনো রকম ভাবে সাহায্য মেলেনি। আর তাই এবার আন্দোলনের হুঁশিয়ারি গ্রামের বাসিন্দাদের।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের লাভপুরে খুবই বেহাল দশা রাস্তাঘাটের। সেখানকার চৌহাট্টা অঞ্চলের তাতিনাপাড়া থেকে কোপাই নদীর পদ্মাবতী ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা রীতিমতো জল কাদায় পরিপূর্ণ। আর সেই কাঁদা পেরিয়েই চরম অস্বস্তির মাঝেই শ্মশান ঘাটে মৃতদেহ নিয়ে যেতে হচ্ছে গ্রামের মানুষদের। আশেপাশে বড় বড় জঙ্গল, প্রায় ৬০০-৭০০ পরিবারের বাস এখানে। কিন্তু তবুও মেলেনি প্রশাসনের সাহায্য। তবে শুধু রাস্তার বেহাল অবস্থা নয় পাশাপাশি পদ্মাবতী শ্মশানঘাটে মৃতদেহ পোড়ানোর মতো ন্যূনতম পরিকাঠামো পর্যন্ত নেই,

ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

গ্রামবাসীদের অভিযোগ, বৃষ্টি হলে গ্রামের মাটির রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে যায়। এমনকী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন। কিন্তু এই গ্রামের রাস্তা আজও তৈরি হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই গ্রামবাসীদের আক্ষেপ, ‘মরেও শান্তি নেই আমাদের।’ রীতিমত ক্ষোভে ফুঁসছেন তারা। কবে এই জ্বলন্ত সমস্যা থেকে সুরাহা মিলবে তা নিয়ে এখনো উঠছে প্রশ্ন, নীরব প্রশাসন। আর তাই এবার তাঁরা হুঁশিয়ারি দিয়েছে শীঘ্রই এই ব্যবস্থার কোনো সঠিক সুরাহা না হয় তাহলে আন্দোলন করবে সকলে।

আরও পড়ুন: ‘এক ডাকে অভিষেক’-র জাদু, তিন দশক পর বিদ্যুৎ সংযোগ মহেশতলায়

অন্যদিকে, এমনই চিত্র ধরা পড়েছে বীরভূমের খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাটিয়ালা গ্রামে। সেখানেও হাঁটু সমান জল পেরিয়ে মৃতদেহ নিয়ে কবরস্থানে পাড়ি দিচ্ছেন শববাহকদের একাংশ। গত ৫০ বছর ধরে একই অবস্থা গ্রামের এই রাস্তার। এই বিষয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই অগত্যা কোনো উপায় না মেলায় গ্রামে কেউ মারা গেলে নাজেহাল হতে হয় গ্রামবাসীদের। পাকা রাস্তার অভাবে মৃতকে সমাধিস্থ করতে গেলে জল-কাদা মাড়িয়ে যেতে হয়।

Leave a Comment