সহেলি মিত্র, কলকাতা: তবে কি বিদায়ের পথে শীত? এখন সকলের মুখে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে। বিভিন্ন হাওয়া অফিস কিন্তু অন্য কথা বলছে। আপাতত মাঘ মাসে শীতে ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকবে। সোমবার থেকে বাংলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ঠান্ডা কিন্তু একেবারেই যাবে না। আজ শনিবার অর্থাৎ সপ্তাহান্তেও কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলায় জেলায় অব্যাহত থাকবে শীতের দাপট। চলুন নেওয়া যাক বিশদে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সেই আলোচনায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এখনই বিদায় না শীতের। মাঝে শীত কিছুটা বিরতি নিলেও ফের সর্বনিম্ন তাপমাত্রার পতন লক্ষ্য করা গেছে উত্তর তথা দক্ষিণবঙ্গের জেলাজুড়ে। আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাবে ১০-১৪ সেলসিয়াসের মধ্যে। শনিবার থেকে সোমবার অবধি শীত ও কুয়াশার দাপট থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায়। বিশেষত পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০-১২ দিগেই সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: টাকা ট্রান্সফার এখন আরও মহার্ঘ্য, চার্জ বৃদ্ধি করল SBI
যদিও এদিন কলকাতা ও তার তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে। জানা যাচ্ছে যে কলকাতায় আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা যাবে। সকালবেলায় দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা কুয়াশা লক্ষ্য করা গেলেও রোদ ঝলমলে দেখা যাবে। রবিবার ছুটির দিনেও হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। তবে অতিরিক্ত ঠান্ডায় কাঁপবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহার জেলা। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।