কাউকে না জানিয়ে পৌরসভায় অডিট! তালা ঝুলিয়ে ফাইল নিয়ে চলে গেল কাউন্সিলর

Ghatal

প্রীতি পোদ্দার, ঘাটাল: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই রাজ্য জুড়ে দুর্নীতির খবর ছড়িয়ে রয়েছে শাসক দলের বিরুদ্ধে। তার সঙ্গে নাম জানাচ্ছে দলের দাপুটে নেতাদের। বেশ চাপেই রয়েছে তৃণমূল কংগ্রেস। এমতাবস্থায় ঘাটাল (Ghatal) এলাকায় ঘটল এক অবাক করা কাণ্ড। পৌরসভার গেটে তালা লাগিয়ে ফাইল নিয়ে ছুটলেন কাউন্সিলর।

ঠিক কী ঘটেছে?

রিপোর্ট অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত খড়ার পৌরসভায় গেটে তালা ঝুলিয়ে দিলেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফাল্গুনী মিশ্র। অভিযোগ করেছেন যে, কাউন্সিলরদের না জানিয়ে ছুটির দুপুরে গোপনে চলছিল অডিটের কাজ। এদিকে সেই কাজের সময় উপস্থিত ছিলেন না কেউই। কাউন্সিলর আরও অভিযোগ করেন যে, সাধারণত অডিট করার সময় নির্দেশাবলী দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে সংগঠনের কর্মীরা কোনো পারমিশন পেপার দেখাতে পারেনি। আর তাতেই জল্পনা বাড়ে।

খড়া টাউন পোস্টে অভিযোগ দায়ের পুলিশের

এরপরই কাউন্সিলর ফাল্গুনী মিশ্র, পৌরপ্রধান সন্ন্যাসী চরণ দোলাই এবং দলের সভাপতি আলক কর্মকার কে ফোন করে এই অডিট ওয়ার্ক সম্পর্কে জানতে চান কিন্তু তারাও এই অডিট ওয়ার্ক নিয়ে কোনরকম তথ্য প্রেরণ করতে পারেনি অর্থাৎ বোঝাই যাচ্ছে কাউন্সিলরদের অজান্তেই পৌরসভায় গোপনে অডিটের কাজ চলছিল। আর সেই কারণে সংগঠনকে বোর্ড অফ কাউন্সিলরের ভয় দেখাতেই চুপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে গেটে তালা ঝুলিয়ে দেন ফাল্গুনী দেবী একটি ফাইল নিয়ে খড়া টাউন পোস্টে জমা করেন তিনি। এবং অভিযোগের সুরে একটি লিখিত আবেদন পাঠান থানার ওসি এবং আইসিকে।

আরও পড়ুন: শিশুর সামনে ফাটানো হয় বোমা! প্রতিবাদ করায় টালিগঞ্জে বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি

পৌরসভার এইরূপ কর্মকাণ্ড নিয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষুব্ধতা তুলে ধরেছেন। বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলি বলেন, “ ছুটির দিনে পৌরসভায় অডিট হচ্ছে এই বিষয়টি আমরা কেউ জানতাম না। তবে যে কাউন্সিলর এই ঘটনাটি প্রকাশ্যে এনেছে তাকে অনেক ধন্যবাদ জানাই। তবে এইরূপ কর্মকাণ্ড হওয়ার ক্ষেত্রে শাসকদলের গোষ্ঠী কোন্দল জড়িত রয়েছে। তবে এই নিয়ে বলেন, “ছুটির দিনেও মাঝে মধ্যে পৌরসভায় কাজ হয়। অন্যদিকে পৌরসভার ব্যালেন্স শিট একটি সংগঠনের হাতে দেওয়া হয়ে থাকে। যিনি এর দায়িত্ব নেন তিনি পৌরসভার অ্যাকাউন্ট চেক করেন।”

Leave a Comment