‘কাকিমাকে আমি ভয় পাই…’ জিতু, দিতিপ্রিয়ার চ্যাট ফাঁস! বিস্ফোরক অভিনেত্রী

Ditipriya Roy

প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় বলে বিনোদন জগৎ ভীষণই রঙিন। কিন্তু এই রঙিন প্রতিবিম্বের পিছনে যে এক গাঢ় অন্ধকার জগৎ রয়েছে তা অনেকেরই এখন অজানা নয়। কখনও দেখা যায় যায় একসঙ্গে কাজ করতে করতে সহ অভিনেতা এবং অভিনেত্রীর মধ্যে দেদার প্রেম জমে ওঠে, তো আবার কখনও মনোমালিন্য এবং রাগের পাহাড় জমে ওঠে। ঠিক যেমনটা দিতিপ্রিয়া এবং জিতু কামালের জুটি। তাঁদের জনপ্রিয় ধারাবাহিকে অভিনেতা এবং অভিনেত্রীর রসায়ন ও অভিনয় TRP তালিকায় একেবারে প্রথম সারিতে নিয়ে এলেও বাস্তব জীবনে সহঅভিনেতার বিরুদ্ধে বেশ ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া। আর তারই বিস্ফোরণ ঘটল এবার সোশ্যাল মিডিয়া পোস্টে।

রোম্যান্টিক ছবি নিয়ে জোর তরজা জুটির

বিগত কয়েকদিন ধরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ -এ অপু-আর্যর বেশ কিছু রোম্যান্টিক ছবি নিয়ে নেটপাড়ায় চর্চা চলছে। আজকের যুগে দাঁড়িয়ে অপু আর্যর অসমবয়সি প্রেমের গল্প ইতিমধ্যেই মন ছুঁয়েছে টেলিদর্শকদের। তাই সেই জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য সম্প্রতি ধারাবাহিকের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন আর্য ওরফে অভিনেতা জিতু কামাল। এমনকি লাইভ ভিডিয়োও করেছিলেন তিনি। আর সেই সকল পোস্টে বেশ কিছু ভালোবাসাময় বার্তাও ছিল জিতুর। যদিও সবটাই রসিকতা এবং সিরিয়ালের প্রচার। কিন্তু সেই রসিকতা একদমই মানতে চায়নি অপু ওরফে দিতিপ্রিয়া রায়। নাম না করলেও সোশাল মিডিয়া পোস্টে নিশানা করলেন সহ অভিনেতা জিতু কামালকে।

ভাইরাল পোস্ট দিতিপ্রিয়ার

জানা গিয়েছে, একটি বিশেষ ছবি পোস্ট করা নিয়ে দিতিপ্রিয়া এবং জিতু কামাল এই দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। যদিও প্রথম দিকে বিশেষ পাত্তা দেননি অভিনেত্রী। কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ায় বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় বড়সড় এক পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন যে, ‘আমি বিশ্বাস করি ‘Ignorance is bliss।’ প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দু’জনকেই সমাজমাধ্যমে কিছু পোস্টের জন্য। আমার সহ-অভিনেতা সেই সব ছবিই পোস্ট করেন। যে ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগত ভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তার পর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন, আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে। তাই আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি!’

জিতুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

অভিনেত্রী দিতিপ্রিয়ার দীর্ঘ পোস্টে অভিনেতার বিরুদ্ধে দাবি জানানো হয়েছে যে, “প্রথম এক মাস পর থেকেই আমার সহ-অভিনেতা আমার সঙ্গে কথা বলেন না। শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে বলেন, ‘তোমার মাকে ভয় পাই, কিন্তু তোমাকে ভীষণ সম্মান করি।’ এতটাই স্নেহ ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, ‘ওই ইভেন্টে যাচ্ছ?’ আমি বলি, ‘না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।’ তিনি জানতে চান, ‘কেন, তুমি কি প্রেগন্যান্ট?’ আরেকদিন, একটি AI দিয়ে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি। ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও।’ সঙ্গে লেখেন, ‘এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।’ এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি, “ অভিনেতা আরেকদিন আমাকে মেসেজ করে বলেছেন যে, ‘আমার তোমার সঙ্গে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন। কাকিমাকে আমি ভয় পাই।’ এই সব ঘটনাগুলো প্রাথমিক ভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে।’

আনন্দবাজার থেকে পাওয়া চ্যাটের স্ক্রিনশট
আনন্দবাজার থেকে পাওয়া চ্যাটের স্ক্রিনশট

আরও পড়ুন: পুজোয় সরকারি অনুদান নিয়ে ফের মামলা হাইকোর্টে!

দিতিপ্রিয়া তাঁর পোস্টে লিখেছেন, ‘আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গণ্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমাদের দারুণ চলতে থাকা শো’টার কোনভাবে আটকে যাক, আমি চাইনি। তবে আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাঁটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। এছাড়াও সহঅভিনেতার সঙ্গে আরও বেশ কয়েকটি কাজেই অভিনেতাদের নানা সমস্যা হয়েছে বলে কানে এসেছে। সেক্ষেত্রে একেক জায়গায় একেক রূপ আমার নেই, এই দ্বিচারিতা আমার একেবারেই অপছন্দ।’ এই পোস্টের পর দিতিপ্রিয়ার অনুরাগীরাও পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর। যদিও এখনও পর্যন্ত জিতুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment