প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি মাত্র আর কয়েক দিন, তারপরেই পুজোর আনন্দে গা ভাসাতে চলেছে বাঙালিরা। আর এবার সেই উৎসবের মাঝে ট্রেন যাত্রীদের জন্য এক নয়া উপহার নিয়ে এল পূর্ব রেল। সাধারণ মানুষের যাতায়াতের ভিড় সামলাতে আগামী ২৫ আগস্ট থেকে আজিমগঞ্জ কাটোয়া লাইনে নতুন ইএমইউ লোকাল (Azimganj Katwa EMU Local) চালুর ঘোষণা করা হল।
নয়া ট্রেন চালু করার আবেদন যাত্রীদের
বিগত কয়েকদিন ধরেই ট্রেনের সংখ্যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। হাসপাতাল, অফিস, আদালত, ব্যবসার কাজে প্রতিদিন বহু মানুষ কাটোয়া থেকে বর্ধমান যান। ট্রেন এদিকে কাটোয়া থেকে সকাল ৮টা ৫০মিনিটের পর বিকেল ৪টে ১০মিনিট নাগাদ একটি ট্রেন ছাড়ে। আর বর্ধমান থেকে সকাল ৯টা ৩৫মিনিটের পর আবার দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ট্রেন ছাড়ে। মাঝে দীর্ঘক্ষণ কোনও ট্রেন নেই। তাই এবার কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার জন্য আরও একটি লোকাল ট্রেন চালু করা হচ্ছে। শুধু তাই নয় আজিমগঞ্জ থেকে কাটোয়া যাওয়ার ট্রেনও চালু করা হচ্ছে। যা নিয়ে বেশ খুশি স্থানীয়রা।
আজিমগঞ্জ কাটোয়া লাইনে নতুন EMU লোকাল
আজ অর্থাৎ ২৩ আগস্ট থেকেই কাটোয়া-বর্ধমান শাখায় আরও একজোড়া নতুন একজোড়া লোকাল ট্রেন চালু হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাটোয়া – বর্ধমান ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে। বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ৩৫০২৩ বর্ধমান – কাটোয়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে বিকেল ৪টের সময় ছেড়ে বিকাল ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে। ট্রেনটি উভয় দিকের সমস্ত স্টেশনেই থামবে। অন্যদিকে আগামী ২৫ আগস্ট, সোমবার থেকে আজিমগঞ্জ কাটোয়া লাইনে নতুন ইএমইউ লোকাল চালু হতে চলেছে। এই ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে এবং কাটোয়া আজিমগঞ্জ পৌঁছে যাবে দুপুর ১টা ১০ মিনিটে। অন্যদিকে কাটোয়া থেকে আহমদপুরের জন্যও নয়া ট্রেনের ঘোষণা পূর্ব রেলের। ২৫ আগস্ট থেকে কাটোয়া-আহমেদপুরের EMU ট্রেনের সূচিও জারি করেছে পূর্ব রেল।
আরও পড়ুন: রবিবার টানা ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কবে কখন? জারি বিজ্ঞপ্তি
উল্লেখ্য, পুজোর মরসুমে সাধারণত রেল কর্তৃপক্ষ অতিরিক্ত ট্রেন চালায়। তবে কাটোয়া-বর্ধমান রুটে এবার স্থায়ীভাবে লোকাল বাড়ানো হয়েছে, যা যাত্রীদের কাছে বড় উপহার বলেই মনে করা হচ্ছে। পূর্ব রেলের এক কর্তা জানান, “পুজোর সময় যাত্রীদের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে। এই উদ্যোগে সেই চাপ অনেকটাই কমবে। তবে শুধুমাত্র পুজো নয়, সারাবছর যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানা গিয়েছে ভবিষ্যতে এই রুটে আরও বেশ কিছু লোকাল ট্রেন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি শিয়ালদহ, হাওড়া এবং আসানসোল রুটেও অতিরিক্ত ট্রেন চালানো শুরু হয়েছে।