কাঠা প্রতি ২৫০০০, ধাপা ২.০ তৈরির জন্য কৃষকদের ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার

dhapa 2.0

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার কলকাতার বুকে তৈরি হচ্ছে ধাপা ২.০(Dhapa 2.0)। আর এরজন্য জমিও পেয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা পুরসভা সম্প্রতি ধাপায় কেএমসির মালিকানাধীন ৭৩ হেক্টর জমিতে চাষ করা কৃষকদের ফসল ক্ষতিপূরণ হিসেবে ২৭.৫ কোটি টাকা বরাদ্দের একটি সংশোধিত প্রস্তাব অনুমোদন করে। আসলে ধাপা সংলগ্ন এলাকায় ধাপার মতোই আরও একটি বজ্র প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়তে মনস্থির করেছে সরকার। এদিকে এর জন্য চাই জমি।

কলকাতায় তৈরি হচ্ছে ধাপা ২.০!

ধাপার ৫৮ নম্বর ওয়ার্ডের জমি, যা বর্তমানে চাষাবাদাধীন, এখন খালি করতে হবে যাতে আধুনিক কঠিন বর্জ্য কেন্দ্র নির্মাণ সম্ভব হয়। আর এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দ্বিতীয় দফার চেক বিলি শুরু করল কলকাতা পুরসভা। কাঠা প্রতি ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কৃষকদের। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভায় ভিড় জমিয়েছিলেন সাধারণ কৃষকরা। এরপর তাঁরা জমির ক্ষতিপূরণ হিসেবে কাঠা প্রতি ২৫,০০০ টাকার চেক পান।

জানা গিয়েছে, পূর্ব কলকাতায় ধাপা সংলগ্ন ৫৪১ বিঘা জমিতে তৈরি হচ্ছে নতুন প্রকল্প। এদিকে খাতায় কলমে জমিটি সরকারের হলেও চাষ করতেন সাধারণ কৃষকরা। তবে এবার সেই জমিকে কাজে লাগাতে চাইছে রাজ্য। যে কারণে পুজোর আগে থেকেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করেছিল পুরসভা। এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সকল কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল বলে খবর।

কী বলছেন কৃষকরা?

ক্ষতিপূরণ বাবদ চেক নেওয়ার পরে বৃদ্ধা চারুবালা মণ্ডল বলেন, ‘‘টাকা পেয়েছি। এক লক্ষ ৭৫ হাজার টাকা।’’ এই ধাপা এলাকা, যা দীর্ঘদিন ধরে “ডাম্পিং গ্রাউন্ড কৃষি” হিসেবে পরিচিত, যেখানে পরিশোধিত পৌরসভার বর্জ্য জল সেচের জন্য ব্যবহার করা হয়, শহরের ৩০ শতাংশেরও বেশি সবজি সরবরাহ করে। তবে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ এর অধীনে জাতীয় সবুজ ট্রাইব্যুনালের (এনজিটি) নির্দেশ অনুসারে, কেএমসিকে বৈজ্ঞানিক বর্জ্য নিষ্কাশনের জন্য এই জমি পুনরুদ্ধার করতে হবে এবং জাতীয় পরিবেশগত মান মেনে চলতে হবে।

Leave a Comment