কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য? এই দিন তালিকা প্রকাশ করবে SSC!

West Bengal SSC Interview List will publish by Commission soon

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশের লিখিত পরীক্ষার ফলাফল। এরপর শুরু হবে ভেরিফিকেশনের কাজ। ভেরিফিকেশন পর্ব শেষ হয়ে গেলে যোগ্য চাকরিপ্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউ টেবিলে। কিন্তু কারা ডাক পাবেন ইন্টারভিউয়ে? একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য যেসব চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে তাদের তালিকাই বা (West Bengal SSC Interview List) কবে প্রকাশ্যে আনবে SSC? মিলল উত্তর।

কবে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন চাকরি প্রার্থীরা?

বেশ কয়েকটি সূত্র দাবি করছে, একাদশ এবং দ্বাদশের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর সেই ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য। আপাতত যা খবর, আগামী সপ্তাহে শুরু হবে চাকরিপ্রার্থীদের যাবতীয় নথিপত্র ভেরিফিকেশনের কাজ। জানা গিয়েছে, সার্টিফিকেট ভেরিফাই করতে কলকাতাতেই আসতে হবে সমস্ত চাকরি প্রার্থীদের। এই ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে ইন্টারভিউ।

কিন্তু কারা এই ইন্টারভিউয়ের জন্য যোগ্য? সূত্রের খবর, সেই উত্তর মিলবে আগামীকাল অর্থাৎ শনিবারই। শোনা যাচ্ছে, কারা ইন্টারভিউ টেবিলে ডাক পাবেন সেই সংক্রান্ত একটি তালিকা কালকেই প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা অনুযায়ী পরবর্তীতে একাদশ এবং দ্বাদশের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য ইন্টারভিউতে যেতে পারবেন যোগ্যরা। কাজেই চাকরিপ্রার্থীদের মধ্যে কাদের ইন্টারভিউতে ডাকা হচ্ছে তা জানা যাবে সময়ের সাথে সাথেই।

অবশ্যই পড়ুন: ইডেনে ঝোড়ো বোলিং ভারতের, দক্ষিণ আফ্রিকাকে ১৫৯ এ গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, শুধুমাত্র অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর নিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে মামলা। নবম এবং দশম শ্রেণিতে শিক্ষকতা করেই চাকরি প্রার্থীরা একাদশ এবং দ্বাদশের জন্য 10 নম্বর পাবেন কেন? উঁচু শ্রেণীতে না পড়িয়েও শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর নিয়েই আদালতে দায়ের হয়েছিল মামলা। বর্তমানে সেই মামলাই রয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিংহার বেঞ্চে। গত বুধবারই হয়ে গিয়েছে শুনানি। যদিও এদিনের শুনানানিতে মামলার নিষ্পত্তি হয়নি।

উঁচু ক্লাসে না পড়ানো সত্ত্বেও শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে নবম এবং দশম শ্রেণীর চাকরিপ্রার্থীরা কীভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে 10 নম্বর পান? যেখানে নবম এবং দশম শ্রেণীর শিক্ষকদের একাদশ এবং দ্বাদশে পড়ানোর কোনও রকম অভিজ্ঞতাই নেই। এমন সব বক্তব্যে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা। এদিকে আদালত জানতে চেয়েছে, 2016 সালের পরীক্ষায় যারা বসেননি তাদেরও কি 10 নম্বর দেওয়া হচ্ছে? সেই মর্মেই সব পক্ষকে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিংহা। এই মামলায় আদালতের পরবর্তী শুনানি আগামী 28 নভেম্বর।

Leave a Comment