কালনায় মহিষমর্দিনী পুজোয় বেড়াতে গিয়ে ভাগীরথীতে তলাল ৪ যুবক! নিখোঁজ ১

Bhagirathi River

প্রীতি পোদ্দার, কলকাতা: মহিষমর্দিনী পুজো উপলক্ষে হাওড়া থেকে বেড়াতে এসে ভাগীরথীর জলে স্নান করতে গিয়ে ঘটল ভয়ংকর দুর্ঘটনা! জলের তোড়ে তাল সামলাতে না পেরে তলিয়ে গেল চার যুবক। মঙ্গলবার দুপুরে চার জনের মধ্যে তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ একজন। বিষয়টি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে কালনা থানার অন্তর্গত নিভূজি কোম্পানি ডাঙ্গার ঘাটে।

ঘটনাটি কী?

এক ভিডিও সূত্রে জানা গিয়েছে, কলনায় চলছিল মহিষমর্দিনী পূজো। সেই পুজোর সাক্ষী থাকতে বিভিন্ন জায়গা থেকে আত্মীয় পরিজনরা এসেছেন হাটকালনা পঞ্চায়েতের শিবাজি নগরের স্বপন বিশ্বাসের বাড়িতে। প্রতি বছর এই উৎসব উপলক্ষে অনেকেই এখানে আসেন। এবারেও বহু মানুষের সমাগমও হয়েছে সেই এলাকায়। বাইরে থেকে আসা আত্মীয় পরিজনদের মধ্যে চারজন যুবক স্নান করতে যায় কালনার নিভূজি কোম্পানি ডাঙ্গার ঘাটে। কিন্তু সেই সময় ভাগীরথীদের জলস্তর বৃদ্ধি পাওয়ায়, সাঁতার জানলেও তাল সামলাতে পারেনি ওই চার যুবক। স্নান করতে নেমে জলের টানে তলিয়ে যায় চারজন।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১

নিখোঁজ চার যুবককে খোঁজার জন্য এলাকাবাসীরা বহু চেষ্টা করে, শেষে ডুবুরি দিয়ে খোঁজাখুজির পরে চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করতে পারলেও একজনকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নিখোজ ওই যুবকের নাম অনির্বাণ রায়।এদিকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে কালনা হাসপাতালেই ভর্তি করা হয়েছে। অন্য দুজন মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর এই দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় মানুষকে।

আরও পড়ুন: মাতৃভাষার বদলে বাংলায় প্রশ্নপত্র! প্রতিবাদে ঝাড়গ্রামে সাদা খাতা জমা সাঁওতালি পরীক্ষার্থীদের

প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসের শুরুতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল হুগলির মাহেশের সুরকি ঘাটে। সেখানকার স্থানীয় এক মাছ ব্যবসায়ী, যিনি এলাকায় বুড়ো নামে পরিচিত, গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়েছিল। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও এর আগে গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনা অহরহ দেখা যাচ্ছে। যা নিয়ে বেশ চিন্তিত প্রশাসন।

Leave a Comment