সহেলি মিত্র, কলকাতাঃ লাগামছাড়া ঠান্ডায় কাবু গোটা বাংলা। লেপ, কম্বল ছেড়ে বেরনো যেন চ্যালেঞ্জের সমান হয়ে দাঁড়িয়েছে। বেলার দিকে রোদের দেখা মিললেও তাতে ঠান্ডা ভাঙছে না মোটেও। অবিরাম ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীত পড়েছে রেকর্ড হারে। ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো বড়দিনের দিনে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। ২০১৬ সালের ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল, যা এক কথায় রেকর্ড। কিন্তু শীত কিন্তু এখানেই থামবে না, বরং আজ শনিবারও নিজের চোখরাঙানি কাকে বলে তা দেখাবে। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের আবহাওয়ার (Weather Today) ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ভোরে কুয়াশায় ঢাকা ছিল। সেইসঙ্গে শীতের কামড়ও অব্যাহত রয়েছে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলি উত্তরের মতোই ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপমাত্রা কমছে। আজ বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, মুর্শিদাবাদে হাড় কাঁপানো শীত থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। শীতের পাশাপাশি আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দিন হোক বা রাত, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে।
কলকাতায়ও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে রাজ্য জুড়ে উত্তর-পূর্ব হাওয়ার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমতে থাকবে। উত্তর ভারত থেকে পশ্চিমা ঝঞ্ঝার একটি ধারা সরে গেছে, যার ফলে এই অঞ্চলে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। আপাতত জানুয়ারির প্রথমদিন অবধি এরকমই আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে কুয়াশায় দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে পৌঁছে যেতে পারে। কোচবিহারের পরিস্থিতি আরও ভয়াবহ। আলিপুর জানিয়েছে, আগামী তিন দিন প্রবল ঠান্ডার পরিস্থিতি থাকবে কোচবিহারে। এই জেলায় শীতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঠান্ডার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন: ব্যাতিপাত যোগে ভাগ্যের চাকা ইউটার্ন মারবে ৩ রাশির! আজকের রাশিফল, ২৭ ডিসেম্বর
দক্ষিণে ৫ দিন এবং উত্তরে ৭ দিন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না। এরপর তাপমাত্রা ১-২° সেলসিয়াস বাড়তে পারে। কয়েকদিন সকালে হালকা কুয়াশা থাকবে বলে আশা করা হচ্ছে। এরপর রৌদ্রোজ্জ্বল আকাশ এবং উত্তুরে হাওয়ার গতিবেগ বাড়তে পারে। এই শীতে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তুলনায় বেশি ঠান্ডা। উদাহরণ হিসেবে ধরলে, বাঁকুড়ায় তাপমাত্রা ৯° সেলসিয়াস এবং কালিম্পংয়ে তাপমাত্রা ১০° সেলসিয়াসের বেশি। আবহাওয়া অফিস বলছে, আপাতত তাপমাত্রার কোনও বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।