সহেলি মিত্র, কলকাতাঃ অন ডিউটি পুলিশ আধিকারিককে গালাগালি, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এবার সেই পুলিশ আধিকারিক লিটন হালদারের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। পাঠানো হল শো-কজ নোটিশ। আজ কথা হচ্ছে বোলপুর থানার (Bolpur Police Station) আইসি লিটন হালদারকে নিয়ে। থানার মধ্যে উচ্চস্বরে বক্স বাজিয়ে নাচ, গান চালানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হল আইসিকে।
বোলপুর থানার আইসিকে শোকজ নোটিশ
একদিকে ত্রিপুরায় যখন সাউন্ডবক্স চালানোর প্রতিবাদ করতে গিয়ে থানার ওসি আক্রান্ত হন, সেখানে অপরদিকে বীরভূমে ঘটল উল্টো ঘটনা। রীতিমতো থানার মধ্যে নাচ, গানের আসর বসেছিল। সেই আনন্দে মাতোয়ারা হয়েছিলেন সকলে। কিন্তু থানাত মধ্যে কেন এরকম কাজ হবে? সেই কারণ জানতে চেয়ে আইসি লিটন হালদারকে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। এহেন ঘটনাকে ঘিরে বেশ শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।
কী ঘটেছিল?
এই সময়ের রিপোর্ট অনুযায়ী, লিটন হালদারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। আরও বিশদে বললে, রাজ্যের আর পাঁচটা থানার মতোই বোলপুর থানাতেও কালীপুজো হয়েছে। সেই উপলক্ষেই বুধবার বোলপুর থানায় রাত ১২টা পর্যন্ত উচ্চস্বরে বক্স বাজিয়ে হইহুল্লোড় ও নাচগান চলে বলে অভিযোগ। আর তাতেই বিরক্ত হন এলাকার বাসিন্দারা। প্রশ্ন ওঠে, যেখানে নির্দিষ্ট ডেসিবলের বেশি মাত্রায় বক্স বাজালে পুলিশ আইনি পদক্ষেপ করে, সেখানে থানার ভিতরে পুলিশই কি না এ ভাবে উৎসব উদযাপন করছে?
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, ‘আমরা পুজো বা উৎসব পালনের বিরুদ্ধে নই। তবে থানাগুলোতে যা কাণ্ড হয়, বলার নয়।’ থানার মধ্যে সেই রাতের নাচগানের ভিডিয়ো সামনে এসেছে, যাকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। তা নিয়ে প্রশ্ন উঠতেই আইসিকে শোকজ নোটিস ধরানো হয়েছে বলে খবর। যদিও পুলিশের তরফে এই বিষয়ে কিছু বলা হয়নি।