সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভারতের উপর হামলার ছক? রবিবার সন্ধ্যার পর জম্মু-কাশ্মীরে আবারও দেখা গেল পাকিস্তানি ড্রোন (Drone in Jammu And Kashmir), তাও একসঙ্গে চার-চারটি! তবে নিরাপত্তা বাহিনী সেগুলোকে লক্ষ্য করে গুলি চালালেও আয়ত্তে আসেনি বলে খবর আর। ড্রোনগুলি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগে পড়েছে সেনাবাহিনী। এমনকি স্যাটেলাইট ফোনের সংকেতও সামনে আসছে।
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে ওই সংকেত পেয়েছিল ভারতের নিরাপত্তা রক্ষা বাহিনী। তবে কাশ্মীরের উপর ফের কোনও বড়সড় আক্রমণের আঁচ আসছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। এমনকি সীমান্ত দিয়ে ফের জঙ্গি প্রবেশ হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকি গোটা উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
জম্মু-কাশ্মীর উপত্যকায় ফের পাকিস্তানি ড্রোন
সংবাদসংস্থা পিটিআই-র রিপোর্ট অনুযায়ী খবর, গতকাল সন্ধ্যা ৬:২৫ মিনিট থেকে ৭:১৫ মিনিটের মধ্যে কাশ্মীর প্রান্তে মোট চারটি সন্দেহজনক ড্রোন ঘোরাফেরা করছিল। প্রথম ড্রোনটি পুঞ্চের মানকোট সেক্টরে দেখা যায়। আর ওই ড্রোনটি পাকিস্তানের দিক থেকেই উড়ে এসেছিল। দ্বিতীয় ড্রোনটি রাজৌরির খাব্বার গ্রামে দেখা যায় সন্ধ্যা ৬:৩৫ মিনিট নাগাদ। এমনকি একই সময়ে তৃতীয় ড্রোনটি দেখা যায় রাজৌরির নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর। তবে মেশিন গান দিয়ে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালালেও তা নাগালের বাইরে চলে যায়। আর শেষ ড্রোনটি সাম্বার রামগড় সেক্টরের চক বাব্রাল গ্রামে সন্ধ্যা ৭:১৫ মিনিট নাগাদ দেখা যায়। এমনকি বেশ কিছু সময় ধরে ওই অঞ্চলে ঘোরাফেরা করছিল ড্রোনটি।
আরও পড়ুন: সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি এরা কাটতে পারবে না টিকিট! আজ থেকে নিয়ম বদলাল রেল
বলাই বাহুল্য, শনিবার রাত ৩:৩০ নাগাদ কানাচক থানা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত থেকে এইমাত্র ২ কিলোমিটার দূরে স্যাটেলাইট ফোনের সংকেত মিলেছিল। আর গোয়েন্দারা এই সংকেত পাওয়ার পর ফের তৎপর হয়েছে। এমনকি গোটা এলাকায় নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই সূত্রে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানিরা আবারও অনুপ্রবেশ করতে চলেছে কিনা বা কোনও বড়সড় আক্রমণের ফন্দি আঁটা হচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে অভিযান। এখন দেখার সীমান্তে কী পরিস্থিতি সৃষ্টি হয়।