সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণ কাশ্মীরের কুলগামে (Kulgam Encounter) ফের শুরু হল গুলির লড়াই। আজ গুদ্দার এলাকায় জঙ্গলে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষে চরম উত্তেজনা ছড়িয়েছে। সূত্র মারফৎ খবর, সেনাদের গুলিতে নিহত হয়েছে লস্কর-ই-তইবার এক কুখ্যাত জঙ্গি।
জানা গিয়েছে, নিহত জঙ্গির নাম আমির দার, সে শোপিয়ান জেলার বাসিন্দা। তবে বলাবাহুল্য, এই এনকাউন্টারে সেনাদের এক জুনিয়র কমিশন অফিসার গুরুতর আহত হয়েছেন বলে খবর। যদিও এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।
কীভাবে হল এই অভিযান?
ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালিয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলার পর জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দিতে নিরাপত্তা বাহিনীও গুলি চালায়।
এরপর প্রায় ঘন্টাখানেক ধরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলতে থাকে। এরই মাঝে লস্কর-ই-তইবার এক জঙ্গির মৃত্যু হয়। কুলগাম এলাকার চারদিকে এখন কড়া নিরাপত্তা জারি করা হয়েছে যাতে আর কোনও জঙ্গি পালাতে না পারে। এমনকি এর জন্য অতিরিক্ত বাহিনীও মোতায়ন করা হয়েছে।
OP GUDDAR, Kulgam
Based on specific intelligence input by JKP, joint search operation was launched by #IndianArmy, @JmuKmrPolice & @crpf_srinagar in Guddar forest of #Kulgam.
Vigilant troops observed suspicious activity and upon being challenged, terrorists opened fire,… pic.twitter.com/pV3oWW6gor
— Chinar Corps🍁 – Indian Army (@ChinarcorpsIA) September 8, 2025
এ বিষয়ে কাশ্মীর জোন পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কুলগামের গুদ্দার অঞ্চলে এনকাউন্টার হয়েছে। সেনা, আরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের এসওজি যৌথভাবেই এই অভিযান চালিয়ে সফল হয়েছে।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি থাকলে রোজ মিলবে ৮০০০ টাকা, জানুন LIC-র এই প্ল্যান সম্পর্কে
জঙ্গি নেটওয়ার্কে ANAI-এর বিরাট অভিযান
এদিকে এই এনকাউন্টারের পাশাপাশি জঙ্গি তহবিল যোগানোর বিরুদ্ধে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কড়া পদক্ষেপ নিয়েছে। জম্মু-কাশ্মীর সহ পাঁচ-পাঁচটি রাজ্যে একযোগে অভিযান চালিয়েছে বলে খবর। এমনকি মোট 22 টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সূত্র মারফৎ খবর, তাঁদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস ও সন্দেহজনক তথ্য মিলেছে যা ভবিষ্যতে জঙ্গিদের কার্যকলাপ বুঝতে সাহায্য করবে।