কৃশানু ঘোষ, কলকাতাঃ যেখানে একটি কিডনি ছাড়াই মানুষের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে ওঠে, সেখানে দুটি কিডনি ছাড়া কীভাবে বেঁচে রয়েছেন স্বামী প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj)? এই প্রশ্নের উত্তর অধরা চিকিৎসা বিজ্ঞানেও। তবে, স্বামীজির এই রোগ সামনে আসার পর থেকেই একাধিকবার তাঁকে কিডনি দান করা নিয়ে শিরোনামে এসেছেন একাধিক ব্যাক্তিত্ব। কখনও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা, তো কখনও ফলাহারী বাবা। আর এবার স্বামী প্রেমানন্দ মহারাজকে কিডনি দান করার প্রস্তাব দিয়ে শিরোনামে উঠে এলেন এক মুসলিম ব্যাক্তি! কিন্তু, এই প্রস্তাবে পেয়ে কী বললেন স্বয়ং স্বামীজি?
কে এই মুসলিম যুবক? কেন দিতে চান নিজের কিডনি?
সম্প্রতি মধ্যপ্রদেশের ইটারসি নিবাসী একজন মুসলিম যুবক আরিফ খান চিস্তি, বৃন্দাবনের স্বামী প্রেমানন্দ মহারাজকে নিজের কিডনি দান করার প্রস্তাব দিয়েছেন। তিনি নরমদাপুরমের কালেক্টরের কাছে একটি চিঠি লিখে নিজের এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন। আরিফ জানিয়েছে যে, তিনি স্বামী প্রেমানন্দ মহারাজের আধ্যাত্মিক বক্তৃতা এবং সমাজসেবামূলক কাজের জন্য গভীরভাবে প্রভাবিত এবং তাই তিনি স্বেচ্ছায় স্বামীজিকে নিজের কিডনি দান করতে চান। পাশাপশি আরিফ জানিয়েছে, সে যে কোন ধরনের আনুস্থানিকতা এবং যে কোন ধরনের সাহায্য করার জন্য প্রস্তুত।
আরিফ চিঠিতে লিখেছেন, “আপনার আচরণ এবং ব্যবহার দেখে আমি খুবই খুশি, এবং আপনার স্বাস্থ্য নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, আমি আপনার কিডনির কথা জানতে পেরেছি। মহারাজ, আপনি ভারতে হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক, আমি আপনাকে স্বেচ্ছায় আমার কিডনি দান করতে চাই, আজ এমন ঘৃণ্য পরিবেশে আপনার মতো সাধুদের পৃথিবীতে থাকা খুবই গুরুত্বপূর্ণ, আমি থাকি বা না থাকি, পৃথিবীর আপনার প্রয়োজন। অনুগ্রহ করে আমার এই ছোট্ট উপহারটি গ্রহণ করুন।
স্বামী প্রেমানন্দ মহারাজ কী বলেছেন?
তবে, স্বামী প্রেমানন্দ মহারাজ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী, স্বামীজির একজন প্রতিনিধি এই বিষয়ে আরিফের সাথে ফনে কথা বলেন এবং জানান যে, আরিফের এই প্রস্তাবে স্বামীজি ধন্যবাদ জানিয়েছেন, এবং তিনি অত্যন্ত খুশি। তবে মহারাজের এখন কিডনির দরকার নেই। মহারাজ শীঘ্রই তাকে বৃন্দাবনে ডাকবেন। পাশাপাশি ওই প্রতিনিধি আরিফের প্রশংসা করে জানিয়েছেন, যে তাঁর নেওয়া এই পদক্ষেপ সারা দেশে সাম্প্রদায়িক ঐক্যের খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে।
जब भी सोचता हूँ लोग बदल गए है अब यहाँ किसी को किसी से कोई लेना देना नहीं , कोई भाईचारा नहीं कोई प्यार नहीं तभी कोई ना कोई ऐसी खबर मिलती है
नर्मदापुरम के मुस्लिम युवक आरिफ़ खान चिश्ती ने संत प्रेमानंद महाराज को किडनी दान करने की इच्छा जताई है
आरिफ़ ने बाक़ायदा पत्र लिखकर कहा… pic.twitter.com/jDSTrRgf4r
— Gurpreet Garry Walia (@garrywalia_) August 23, 2025
এক্ষেত্রে উল্লেখ্য, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, স্বামীজি প্রেমানন্দ মহারাজ অটোসোমাল ডমিন্যান্ট পলিসিস্টিক কিডনি নামক একটি রোগে ভুগছেন। স্বামীজি জানিয়েছেন, “১৭ বছর আগে দিল্লির হাসপাতালে একজন চিকিৎসক আমাকে আমার দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়ার কথা জানিয়েছিল। পাশাপাশি আমাকে বলেছিল, আমার জীবনের আর মাত্র আড়াই থেকে পাঁচ বছর বাকী রয়েছে।“ তবে মহারাজের বিশ্বাস, ইশ্বরের ওপর বিশ্বাস করে বলেই তিনি আজও বেঁচে আছেন। বিশেষজ্ঞদের মতে, স্বামীজির এই রোগটি একটি জিনগত রোগ, যা বাবা-মায়েদের থেকে বাচ্চাদের মধ্যে সংক্রামিত হয়, যার ফলে কিডনির আকার বৃদ্ধি পায় এবং কিডনিতে জল জমে যায়। এরপর ধীরেধীরে পিণ্ড তৈরি হয় এবং তারপর কিডনি কাজ করা বন্ধ করে দেয়।