সৌভিক মুখার্জী, তাহেরপুর: ভেস্তে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুর সফর (Narendra Modi Taherpur Visit)। হ্যাঁ, আজ নদিয়ার তাহেরপুরে জনসভায় যোগ দেওয়ার কথা ছিল মোদীর। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে উড়ে গেল তাঁর কপ্টার। তাহেরপুরে যাওয়া হল না প্রধানমন্ত্রীর। জানা যাচ্ছে, প্রবল কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার জেরেই হেলিকপ্টার নামতে পারেনি। এদিন সকালে এমআই ১৭ কপ্টারটি ১১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রানাঘাটের তাহেরপুর হেলিপ্যাডের দিকে গিয়েছিল। তবে অবতরণ করার কথা থাকলেও তা হয়নি।
কুয়াশার কারণে অবতরণ হল না মোদীর কপ্টার
আসলে আজ সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গে প্রবল কুয়াশার দাপট দেখা যায়। সেই কারণে দৃশ্যমানতা কম থাকাতে কপ্টারটি তাহেরপুরে অবতরণ করতে পারেনি। দমদম বিমানবন্দরের উদ্দেশ্যে ফের রওনা দেন মোদী। ইতিমধ্যেই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছেন। তবে সেখান থেকে সড়ক পথে আবার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মোদীকে স্বাগত জানাতে হেলিপ্যাডে উপস্থিত হয়েছিলেন।
এদিকে সকাল ১০টা ৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের তরফ থেকে স্বাগত জানিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব মনোজ পন্থ। তারপর নদীয়ার তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৯ সালে তাহেরপুরে গিয়ে সভা করে এসেছিলেন তিনি। তবে এবার কুয়াশার কারণে তাহেরপুরে তাঁর হেলিকপ্টার অবতরণ করা সম্ভব হয়নি। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, দমদম বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। এমনকি সভা শুরু হলেও তা কয়েক মিনিটের মধ্যে বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে ৭ বছরের মেয়ের সামনে বাবাকে মারধর এয়ার ইন্ডিয়ার পাইলটের!
প্রসঙ্গত, বহরমপুর সাংগঠনিক জেলা থেকে বিজেপির নেতা এবং কর্মীরা শনিবার সকালে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে ১২ নম্বর জাতীয় সড়কে মুর্শিদাবাদ জেলার রেজিনগর-বেলডাঙ্গা থানার মধ্যবর্তী এলাকায় তাঁদের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এমনকি বিজেপি দাবি করে যে, ওই এলাকায় পুলিশ ভ্যান দাঁড় করিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থানে পৌঁছনোর আগে মাঠেও বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। চেয়ার ছোড়াছুড়িতেও মেতে ওঠে কর্মী এবং সমর্থকরা। তবে মোদীর তাহেরপুর সফর নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু বলা যাচ্ছে না।