সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে। আর এই পারদ নেমেছে বীরভূমের শ্রীনিকেতনে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে চিন্তা নেই, আগামী দিনে এই পারদ আরও বেশ খানিকটা কমবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবারও বাংলার বহু জেলায় শীতের কামড় বিরাজ করবে বলে খবর। বেশ কিছু জেলায় ঘন কুয়াশা এবং শীতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আপনারও যদি আজ বাড়ি থেকে বেরনোর প্ল্যান হয়ে থাকে তাহলে চলুন জেনে নেবেন বাংলার আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আলিপুরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আজ ও আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে ভোরের দিকে কুয়াশা লক্ষ্য করা যাবে বেশ কিছু স্থান জুড়ে। আজ ঠান্ডা বিরাজ করবে হুগলী, উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। জেলাগুলির তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করবে বলে খবর।
যদিও আবার মাসের শেষের দিকে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর, এই সময়সীমার মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা কমবে, যদিও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে বাংলার বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের কথা বললে, এদিন ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। তবে বেশি ঠান্ডা থাকতে পারে দার্জিলিং জেলায়। আগামী দিনেও ঠান্ডার দাপট থাকবে বৈকি। এদিকে আরও জানা গিয়েছে, আগামী ৫ দিনে পশ্চিমবঙ্গের অনেক স্থানে নুন্যতম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা রয়েছে।