কৃত্রিম মেধায় দক্ষতা বাড়াতে ১০ লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার

AI Skilling Programme launched by central government

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় ভারতে বিনিয়োগ করে লাভের মুখ দেখেছে বহু বিদেশি সংস্থা। তাদের দাবি, ভারতবাসী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যথেষ্ট উৎসাহী। এবার সেই কৃত্রিম মেধার ব্যবহারে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে দেশজুড়ে এবার থেকে AI স্কিলিং প্রোগ্রাম (AI Skilling Programme) শুরু হতে চলেছে। সরকারি সূত্র অনুযায়ী, এই বিশেষ কর্মসূচির অধীনে কৃত্রিম মেধার ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে দেশের 10 লক্ষ তরুণ তরুণীকে। চলতি বছরের গ্লোবাল AI সামিটের আগে কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে নানা মহলে।

10 লক্ষ তরুণকে প্রশিক্ষণের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

2026 এর গ্লোবাল AI সামিট শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তার আগেই রাজস্থানে আঞ্চলিক AI সামিট আয়োজন করে প্রশিক্ষণ পর্ব শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এ প্রসঙ্গে মঙ্গলবার এক অনুষ্ঠান থেকে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কৃত্রিম মেধার গুরুত্বের কথা স্মরণ করিয়ে বলেন, “ব্যবসা ছোট হোক বা বড় সব ক্ষেত্রেই কৃত্রিম মেধার প্রয়োজন। দৈনন্দিন কাজেও কৃত্রিম মেধার প্রয়োগ শিখে রাখা দরকার। এতে সব ক্ষেত্রেই উৎপাদনের হার বৃদ্ধি পাবে। লাভ হবে দেশেরই।” এমন বক্তব্যের পরই ভারতের 10 লক্ষ যোগ্য তরুণ তরুণীকে কৃত্রিম মেধার প্রশিক্ষণ দিয়ে পুরোপুরি তৈরি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

অবশ্যই পড়ুন: প্রয়োজনে বিশ্বকাপ বয়কট! দাবি না মানলে ভয়ঙ্কর পদক্ষেপের হুমকি বাংলাদেশের

সাম্প্রতিককালে লাফিয়ে বেড়েছে সাইবার ক্রাইম। একজনের ছবিতে অন্যজনের মুখমন্ডল বসিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার মতো অপরাধ আজ অহরহ। সেই সব ঘটনা রুখতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এদিন তাও স্মরণ করালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশেষ কর্মসূচির জন্য দেশজুড়ে কৃত্রিম মেধার প্রশিক্ষণ এবং তাতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি করা হবে AI অ্যান্ড ডেটা সেন্টার। সেই প্রকল্পে আজ পর্যন্ত কম করে 6,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে সরকারের।

অবশ্যই পড়ুন: ‘জমি অধিগ্রহণ, NOC, টেন্ডার নেই!’ হবে না গঙ্গাসাগর সেতু? প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

উল্লেখ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে বিগত দিনগুলিতে ক্রমশ উপরে উঠে এসেছে ভারত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত এক তালিকায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডেক্সে চিন এবং আমেরিকার পর তৃতীয় দেশ হিসেবে জায়গা পেয়েছে ভারত। বিগত বছরগুলিতে OpenAI সহ বিভিন্ন বিদেশি সংস্থা ভারতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খাতে বিনিয়োগ বাড়িয়েছে। শুধু তাই নয়, সংস্থাগুলির বিশ্বাস আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিশ্বের প্রথম দুই দেশের তালিকায় থাকবে ভারত!

1 thought on “কৃত্রিম মেধায় দক্ষতা বাড়াতে ১০ লক্ষ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার”

Leave a Comment