বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁর নামের পাশে বহু আগেই জুড়েছে গম্ভীরের প্রিয় পাত্র তকমাটি। তিনি ভারতীয় দলের পেসার হর্ষিত রানা। গৌতম গম্ভীর জামানায় জাতীয় দলের বেশিরভাগ ম্যাচেই দেখা মেলে এই তারকা পেসারের। যা নিয়ে ঘোর আপত্তি রয়েছে নিন্দুকদের। তাঁদের একটা বড় অংশের দাবি, “গৌতম গম্ভীরের পছন্দের লোক বলেই ভারতীয় দলে জায়গা পাচ্ছেন রানা।” কিন্তু কেন হর্ষিতকে বারবার ভারতের একাদশে জায়গা দেওয়া হয়? কেনই বা তিনি গম্ভীরের পছন্দের লোক? মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ (Gautam Gambhir On Harshit Rana)।
কেন রানাকে ভারতের বেশিরভাগ ম্যাচেই রাখা হয়?
সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার হর্ষিত রানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর একেবারে সরাসরি বলেন, “আমরা ওকে এমন একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দেখতে চাই যে ভারতের ভরসা হবে। আমরা হর্ষিতকে তৈরি করছি। এর পেছনে অনেক কারণ আছে। দলের হয়ে 8 নম্বরে খেলতে নেমে রান করতে পারবে এমন একজন বোলিং অলরাউন্ডার দরকার আমাদের। তেমনই একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দেখতে চাই রানাকে। দু’বছর পর দক্ষিণ আফ্রিকায় আমাদের তিনজন পেসারেরও প্রয়োজন পড়বে।”
আজ পর্যন্ত ভারতীয় দলের হয়ে 11টি একদিনের ম্যাচে অংশ নিয়ে 20টি উইকেট তুলেছেন রানা। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেবে 6টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তাছাড়াও সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সিরিজে রানার ঝুলিতে এসেছিল 4টি উইকেট। পাশাপাশি বিগত দিনগুলিতে ব্যাট হাতে দলকে কিছুটা ভরসা যুগিয়েছিলেন এই খেলোয়াড়। গম্ভীরের কথায়, তাঁর মধ্যে গুন আছে। সেটাই বের করে আনতে চাইছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ওকে একজন দক্ষ বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করাই এখন গৌতম গম্ভীরদের অন্যতম লক্ষ্য সেটা একেবারে জলের মতো স্পষ্ট।
অবশ্যই পড়ুন: ২০২৬ T20 বিশ্বকাপের আগেই ICC কে বড় ধাক্কা দিল আম্বানির JioHotstar!
2027 বিশ্বকাপেও খেলবেন রানা
2027 একদিনের বিশ্বকাপের জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতীয় সমর্থকরা। সেখানেও নাকি দেখা মিলতে পারে হর্ষিতের। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য হবেন রানা। সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিলেন গম্ভীর। ভারতীয় দলের প্রধান কোচের কথায়, “ও যদি বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে উন্নত করতে পারে তবে আমাদের খুব সাহায্য হবে। কেননা এরপর জসপ্রীত বুমরাহ ফিরবে। অর্শদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রানা খুব ভাল খেলেছে। এরা খুব একটা অভিজ্ঞ না হলেও দলকে ভাল পারফরমেন্স উপহার দেয়। আমরা মনেপ্রাণে চাইছি রানা 8 নম্বর পজিশনে খেলুক। ওকে 8 নম্বরে দরকার। এখনও অনেক সময় আছে।”