বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। দাপুটে ক্রিকেটারের টিম ইন্ডিয়া থেকে বাদ পড়া নিয়ে কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। আইয়ারকে কেন দলে রাখা হয়নি কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে তা স্পষ্ট করে দিয়েছিলেন টিম ইন্ডিয়া নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর। তবে তারপরও থেমে নেই প্রশ্ন। সমর্থকরা জানতে চাইছেন স্কোয়াডের পাশাপাশি টিম ইন্ডিয়ার রির্জাভ দল থেকেও কেন বাদ গেলেন শ্রেয়স? অবশেষে জানা গেল সে কারণও।
এশিয়া কাপের ভারতীয় দল থেকে কেন বাদ আইয়ার?
গত মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করে BCCI। সেই দলে অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন সূর্য কুমার যাদব। অন্যদিকে সূর্যর ডেপুটি হিসেবে রয়েছেন শুভমন গিল। তবে 15 সদস্যের গোটা তালিকা খুঁজেও পাওয়া যায়নি শ্রেয়স আইয়ার নামটা।
ফর্মে থাকা সত্ত্বেও কেন বাদ পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার? সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে প্রশ্নের উত্তরে টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর বলেন, আইয়ারকে কোথায় জায়গা দেব? তাঁকে জায়গা দিতে হলে কাকে বাদ দেব? স্কোয়াড থেকে বাদ পড়ায় তার কোনও দোষ নেই, দোষটা আমাদেরও না।
আমরা শুধুই 15 জন খেলোয়াড়কে নির্বাচন করতে পারবো। তাই তাঁকে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। এদিন অজিত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলে যারা রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্য। তাই তাঁদের বাদ দিয়ে আইয়ারকে জায়গা দেওয়া যায়নি। কিন্তু রিজার্ভ দলে জায়গা হল না কেন?
অবশ্যই পড়ুন: ৪৮ বলে ৮ ছয়, ৭ চারের সাহায্যে ১০৮ রান! এশিয়া কাপের আগেই তাণ্ডব রিঙ্কু সিংয়ের
কেন ভারতের রিজার্ভ দলেও জায়গা পেলেন না আইয়ার?
এশিয়া কাপের ভারতীয় দল থেকে আইয়ারের বাদ পড়া নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দুষছেন ভক্তরা। প্রশ্ন উঠ কেন এমন একজন যোগ্য ক্রিকেটারকে বাদ দিল ম্যানেজমেন্ট? কাঠগড়ায় নির্বাচন কমিটিও। তবে স্কোয়াড থেকে বাদ গেলেও রিজার্ভ দলে আইয়ারের নামটা আশা করেছিলেন সমর্থকরা। তবে সেটাও হল না।
কিন্তু ঠিক কী কারণে রিজার্ভ দলেও জুটলো আইয়ারের স্থান? এ প্রসঙ্গে, টাইমস অফ ইন্ডিয়াকে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, শ্রেয়স আইয়ারের মতো একজন তারকা ব্যাটসম্যানকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা যায় না। তাঁর মতো একজন বড় মাপের খেলোয়াড়ের জায়গা রিজার্ভ দলে নয়। এই বিষয়টা বুঝতে হবে! হয় তিনি সরাসরি ভারতের প্লেইং ইলেভেনে জায়গা পাবেন। অথবা তিনি বিশ্রামে থাকবেন।
সবশেষে ওই সূত্রটি বলে, আইয়ারের সাথে বোর্ডের কারও কোনও শত্রুতা নেই। তিনি খুব শীঘ্রই সব ফরম্যাটেই সুযোগ পাবেন…. বোর্ডের ওই সূত্র শেষে এও বলে, এই মুহূর্তে আইয়ার পুরোপুরি ফিট নন। তিনি সম্পূর্ণ ফিট হয়ে উঠলেই তাঁকে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে নামানো হবে!