সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)। এই প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয়। প্রতিবছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যেই এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়। কিন্তু এবার নভেম্বর গড়িয়ে ডিসেম্বর পড়ে গেলেও এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। নেপথ্যে কী কারণ? কবে ঢুকবে স্মার্টফোন কেনার ১০,০০০ টাকা? জানতে আগ্রহী হলে পড়ুন প্রতিবেদনটি।
কেন দেরি হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দিতে?
জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে চালু করা হয়েছে এই তরুণের স্বপ্ন প্রকল্প। প্রতিবছর নির্দিষ্ট সময়ের মধ্যেই ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে দেওয়া হয় শিক্ষার সুবিধার্থে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য। তবে এবছর এই প্রকল্পের টাকা দিতে দেরি হওয়ার মূল কারণ হল হ্যাকিং বা প্রতারণা কমানোর চেষ্টা। পড়ুয়াদের অ্যাকাউন্টে যাতে কোনও সমস্যা ছাড়াই এই প্রকল্পের টাকা ঢোকে তা নিশ্চিত করার জন্যই এবার বিলম্ব করা হচ্ছে।
উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা এবার ছাত্র-ছাত্রীদের আধার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর অধিকাংশ ছাত্রছাত্রীদের নাম, অ্যাকাউন্ট নম্বর সহ বিভিন্ন নথি পোর্টালে এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। পাশাপাশি অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই। আর বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হওয়ার কারণে পোর্টালে তথ্য আপলোডের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। শিক্ষা দফতর সূত্রে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন: মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে সোনা, রুপোর দামে পতন! আজকের রেট
কবে ঢুকবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা?
প্রতিটি জেলার ট্রেজারি থেকেই ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য এই ১০,০০০ টাকা করে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অধিকাংশ ছাত্র-ছাত্রীদের তথ্য ওয়েবসাইটে নথিভুক্ত হয়নি। আর অনেক পড়ুয়ার ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। তবে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী এক মাসের মধ্যেই তা সম্পন্ন করা হবে এবং খুব দ্রুত ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে।