বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত এক দশকে বড় সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত 15 নভেম্বর, রিটেনশন তালিকা প্রকাশ করার পাশাপাশি বহু পুরনো সঙ্গী আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় তারা। যদিও নাইট শিবির থেকে বাদ পড়তেই গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই অবসরের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান স্টার। পরবর্তীতে জানা যায়, KKR এর পাওয়ার কোচ হিসেবে যোগ দিতেই IPL থেকে অবসর নিয়েছেন তিনি। তবে এসবের মাঝে যে প্রশ্নটা বারবার উঠে এসেছে তা হল, কেন নারিনকে (Sunil Narine In KKR) রেখে রাসেলকেই বাদ দিল KKR?
কেন নারিনকে ছাড়ল না KKR?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন KKR এর চূড়ান্ত ব্যর্থতা দেখেছিল ভক্ত মহল। সেবার নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে ছাড়া কমবেশি প্রায় সকলকেই ব্যাট হাতে অসহায় অবস্থায় দেখেছিলেন ভক্তরা। সেই তালিকায় নাম ছিল আন্দ্রে রাসেলেরও। বিগত বছরগুলিতে বয়সের সাথে সাথে ক্রমশ নিজের ফর্ম হারিয়েছেন এই ক্যারিবিয়ান দানব। অলরাউন্ডারের ভূমিকায় যে রাসেলকে দেখতে পছন্দ করেন সমর্থকরা, সেই শক্তিশালী রাসেল মাসেলকে ত্রাতার ভূমিকায় পায়নি শাহরুখ খানের দল।
বিগত দিনগুলিতে ক্রমাগত ব্যর্থতার কারণে ক্রীড়া মহলের অনেকেই বলেছিলেন, বয়সজনিত সমস্যার কারণে নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন তিনি। এছাড়াও প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে। আর এসব কিছু মাথায় নিয়েই শেষ পর্যন্ত রাসেলকে ছেড়ে দেয় কলকাতা। এছাড়াও রাসেলের বাদ পড়ার নেপথ্যে ছিল 18 কোটি টাকার বিষয়টিও। কারণ আন্দ্রে হলেন সেই খেলোয়াড় যাকে দীর্ঘ সময় ধরে ধরে রাখছে কলকাতা। ফলে নিয়ম অনুযায়ী এ বছর তার বেতন অনেকটাই বাড়াতে হতো। এদিকে ফর্ম একেবারে নগণ্য। এই শেষ পর্যন্ত তাঁকে ছেড়ে দিয়ে পাওয়ার কোচ হিসেবে নিয়োগ করল KKR।
কেন রাসেলকে ছেড়ে নারিনকে ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স?
অন্যদিকে, আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনকে সযত্নে নিজেদের দলে গুছিয়ে রেখেছে নাইট ম্যানেজমেন্ট। প্রশ্নটা হল রাসেলকে ছেড়ে দিয়ে এই ওয়েস্ট ইন্ডিজ তারকাকে কেন ধরে রাখল কলকাতা নাইট রাইডার্স? সহজে বলতে গেলে, 2012 সাল থেকে KKR এ রয়েছেন নারিন। দলটা যেন একেবারে পরিবারের মতো হয়ে গিয়েছে তাঁর। সোনালী বেগুনি জার্সি গায়ে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। সাক্ষী থেকেছেন বহু যুদ্ধ জয়ের। সবচেয়ে বড় কথা, বয়সের সাথে সাথে নিজের ফর্ম একেবারে শক্ত হাতে ধরে রেখেছেন সুনীল। বিগত দিনগুলিতে ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই তাঁর জন্য উপকৃত হয়েছে KKR। কিছুদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে 600 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই মহাতারকা।
অবশ্যই পড়ুন: ১ লাখকে বানিয়েছে ৩১ লাখ, এই স্টকে বিনিয়োগ করলে মালামাল হতে পারেন!
এখানেই শেষ নয়, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ বিগত সিজন গুলিতে বেশ কয়েকবার প্রয়োজন বুঝে KKR এর অধিনায়কত্ব সামলেছেন এই নারিন। আর যাই হোক, তাঁর অভিজ্ঞতাকে সম্মান করে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। আসন্ন সিজনেও নারিন যদি KKR এর অধিনায়ক হয়ে যান সে ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। মূলত সেসব কারণকে সামনে রেখে শান্ত স্বভাবের এই বিচক্ষণ বিদেশি অলরাউন্ডারকে হাতছাড়া করার মুহূর্ত স্বপ্নেও কল্পনা করেনি শহরের জনপ্রিয় দল KKR।