কেন হঠাৎ আত্মসমর্পণের পথে হাঁটলেন অঙ্কিতা, পরেশ অধিকারী? স্পষ্ট হল কারণ

SSC Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: নিস্তারের পথ আর না পেয়ে অবশেষে বড় সিদ্ধান্ত! এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Case) সংক্রান্ত সিবিআইয়ের মামলায় আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দুপুরে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছেন বাবা-মেয়ে। তবে সেই জামিনে আপত্তি দেখাল CBI।

আত্মসমর্পণের সিদ্ধান্ত প্রাক্তন নেতা সহ একাধিকের

কিছুদিন আগেই SSC- র নবম-দশম, একাদশ-দ্বাদশের মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। গ্রুপ সি মামলাতেও আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়ে গিয়েছে ইতিমধ্যেই। সব মিলিয়ে চারটি চার্জশিট জমা পড়ার মধ্যেই মোট ৭৫ জনকে আদালতে ডেকে পাঠানো হয়েছে। আর সেই আবহেই এবার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আজ বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। এছাড়াও আত্মসমর্পণ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যও। তুমুল শোরগোল বঙ্গের রাজনীতিতে।

SSC দুর্নীতি নিয়ে চিন্তায় গোটা রাজ্য

এসএসসি দিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। সব ভালই চলছিল। কিন্তু পরে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন আরও এক চাকরিপ্রার্থী ববিতা সরকার। যার ফলে ২০২২ সালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি হারান অঙ্কিতা। তাঁর কাছ থেকে ফেরত নেওয়া হয় প্রায় ১৫ লক্ষ টাকা বেতন। পরে জানা যায়, ববিতারও নম্বর মূল্যায়নে ভুল রয়েছে। শেষমেশ ওই চাকরি পান অনামিকা রায় নামে আর এক প্রার্থী। কিন্তু গত বছর ২৬ হাজার চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় অনামিকার চাকরিটিও। আর এমন পরিস্থিতিতে যেখানে SSC নিয়ে এক তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে এবার আত্মসমর্পণের সিদ্ধান্ত নিল বাবা ও মেয়ে।

আরও পড়ুন: সরকারের শৌচাগার নিজের বাড়িতে নির্মাণ করছেন সিপিএমের পঞ্চায়েত প্রধান! শোরগোল সাগরদিঘীতে

জামিনের বিরোধিতা CBI এর

এসএসসি-র প্রকাশিত ‘দাগি অযোগ্যদের’ তালিকার ১০৪ নম্বরে নাম রয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম। তাই সেই ঘটনা নিয়ে যাতে আর জলঘোলা না হয়, তার জন্য এবার বুধবার দুপুরে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছেন বাবা-মেয়ে। একই সঙ্গে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। পার্থ, সমরজিৎ আচার্য, পর্ণা বসু-সহ আরও অনেকেই জামিন চেয়েছেন। কিন্তু সেই জামিনের বিরোধিতা করেছেন CBI। তাঁদের দাবি, প্রতিটি মামলার চরিত্র আলাদা। কোনও মামলার সঙ্গে অন্যটির মিল নেই। আর, এই দুর্নীতি সমাজে বড়সড় প্রভাব ফেলেছে।”

Leave a Comment