বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেরলের লাল দুর্গে উঠল গেরুয়া ঝড়। তিরুবন্তপুরম পৌরসভা নির্বাচনে বিরাট জয় বিজেপির (Kerala LSG Polls)। একটানা 45 বছর ধরে এই পৌরসভা CPIM এর নেতৃত্বাধীন জোট LDF এর দখলে থাকার পর অবশেষে সেই দুর্গে প্রতিষ্ঠিত হলো বিজেপির শাসন। আর এই ঘটনাকে অভূতপূর্ব বললেন কংগ্রেস সাংসদ শশী থারুর। বলাই বাহুল্য, তীরুবন্তপুরম পৌরসভায় বিজেপির জয় হলেও এই লোকসভা কেন্দ্র কিন্তু বর্তমানে কংগ্রেসের দখলে।
সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় বিজেপির
কেরলের তীরুবন্তপুরমের লাল দুর্গ অর্থাৎ সেই পৌরসভা নির্বাচনে 101টি ওয়ার্ড এর মধ্যে মাত্র 29টিতে জিততে পেরেছে CPIM এর LDF জোট। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছে 19টি আসন। এদিকে সবচেয়ে বেশি অর্থাৎ 50টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেষ হাসি এসেছে গেরুয়া শিবির।
তীরুবন্তপুরম পৌরসভায় দীর্ঘদিন ধরে CPIM এর দাপট থাকলেও সেই প্রতিবন্ধকতাকে উড়িয়ে এবং কংগ্রেস সাংসদ থারুরের উপস্থিতিতেই বিজেপির এমন জয় রাজনৈতিক দিক থেকে অবশ্যই প্রশংসনীয় বলেই মনে করছেন বিশ্লেষক মহল। এদিকে গেরুয়া শিবিরের সাফল্যকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। CPIM এর গড়ে এমন সফলতার পর নেতাকর্মীদের সাধুবাদ জানিয়েছেন তিনি।
মোদির শুভেচ্ছা বার্তা
কেরলের তিরুবন্তপুরম পৌরসভায় বিজেপির নেতৃত্বে NDA এর জয় নিশ্চিত হতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “তিরুবন্তপুরম তোমায় ধন্যবাদ! এই পৌরসভার নির্বাচনে বিজেপির NDA যে জনাদেশ পেয়েছে তা কেরলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরলের সাধারণ মানুষ বুঝেছেন আমরাই সেই দল যাদের ধরে উন্নয়নের স্বপ্নপূরণ হবে।” এদিন পৌরসভা নির্বাচনে কঠিন প্রতিপক্ষদের হারানোয় সকল দলীয় নেতাকর্মীদের একপ্রকার পিঠ চাপড়ে দিয়েছেন মোদি।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার, গম্ভীরের সাথে বিরাট ঝামেলা হার্দিক পান্ডিয়ার? ভিডিও ভাইরাল
উল্লেখ্য, তিরুবন্তপুরম পৌরসভায় বিজেপির নেতৃত্বাধীন NDA জোটের এমন অসাধারণ ফলাফলের পর অভিনন্দন বার্তা এসেছে কংগ্রেস সহ অন্যান্য দলগুলির তরফেও। ইতিমধ্যেই তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর পৌরসভা নির্বাচনের এমন ফলাফলকে অভূতপূর্ব মুহূর্ত বলেছেন।