কেরলে নয়া সংক্রমণ! মানুষের মস্তিক্স কুরে কুরে খাচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা! মৃত্যু ১৯ জনের

Brain Eating Amoeba

সৌভিক মুখার্জী, কলকাতা: কেরালায় ফের অজানা ভয় গ্রাস করল। একের পর এক মানুষ আক্রান্ত হয়ে পড়ছে আর সেই সংক্রমণ সরাসরি মস্তিষ্কে ছড়িয়ে পড়ছে। রোগের নাম শুনলেই গায়ে কাঁটা দেবে— ব্রেন ইটিং অ্যামিবা (Brain Eating Amoeba)। হ্যাঁ, চিকিৎসাশাস্ত্রে এর পরিচিতি Primary Amoebic Meningoencephalitis (PAM) নামে। আর এর কারণ হিসেবে বলা যাচ্ছে Naegleria fowleri নামের একটি জীবাণু।

মৃত্যু মিছিলে কেরল

এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহে কেরালায় 61 জন আক্রান্ত হয়েছে এবং 19 জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার এতটাই বেশি যে, গোটা রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাচ্চা থেকে বুড়ো, কেউই এর হাত থেকে রেহাই পাচ্ছে না। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ স্বীকার করেছেন, এই সংক্রমণ জনস্বাস্থ্যের দিক থেকেও বিরাট চ্যালেঞ্জ এবং পরিস্থিতি খুবই গুরুতর।

প্রসঙ্গত, আগের বছর এই সংক্রমণ একটি নির্দিষ্ট জলাশয় থেকেই ছড়িয়েছিল। তবে এবার পরিস্থিতি একেবারে অন্য জায়গায় দাঁড়িয়েছে। প্রতিটি ঘটনা আলাদা আলাদা জায়গা থেকেই ঘটছে। ফলে সংক্রমণের সেরকম কোনও মূল উৎস খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

কীভাবে ছড়াচ্ছে এই ব্রেন ইটিং অ্যামিবা?

মূলত জলের মাধ্যমেই এই জীবাণু শরীরে ঢুকেছে। বিশেষ করে পুকুর, নদী বা অপরিষ্কার সুইমিং পুলে সাঁতার কাটলে সংক্রমণের ঝুঁকি বেড়ে উঠছে। নাক দিয়ে শরীরে প্রবেশ করছে অ্যামিবা, তারপর মস্তিষ্কে গিয়ে সরাসরি বাসা বাঁধছে। একবার যদি এই জীবাণু শরীরের ভিতরে বাসা বাঁধে, তাহলে শুরুতেই সাধারণত জ্বর বা সর্দির মতো উপসর্গ দেখা যাবে। এরপর মাথা ব্যথা, বমি, মাথা ঘোরা, সবকিছুই দেখা যাবে। এ কারণেই প্রাথমিক পর্যায়ে এই রোগ সনাক্ত করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তবে একবার মস্তিষ্কে সংক্রমণ হলে মৃত্যু নিশ্চিত।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্প থেকে ব্যাঙ্কিং, সব কাজ হবে মুহূর্তে! জানুন আধার কার্ডের ৫ দারুণ সুবিধা

বাংলায় কি আসতে পারে এই সংক্রমণ?

এখনও পর্যন্ত কেরল ছাড়া অন্য কোনও রাজ্যে এর প্রভাব সেরকম দেখা যায়নি। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, আবহাওয়া ও জলবায়ুর কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই অবশ্যই পশ্চিমবঙ্গ বা প্রতিবেশী রাজ্যগুলোকে সতর্ক থাকতে হবে। এর জন্য অপরিষ্কার জলাশয়ে সাঁতার কাটা এড়িয়ে চলতে হবে। পাশাপাশি সুইমিং পুলের জল নিয়মিত পরিষ্কার করতে হবে। মাথা ব্যাথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Comment