প্রীতি পোদ্দার, কলকাতা: কোচবিহারের পর শুভেন্দু অধিকারীর ‘নারী সুরক্ষা’ মিছিল ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা গেল বারাসতে। মিছিল থেকে ক্রমাগত ধেয়ে আসছিল ইট-পাটকেল। ভাঙচুর চালানো হল তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসে! আর তাতেই আক্রান্ত হয়েছিল তৃণমূল বিজেপি কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমতাবস্থায় কোচবিহারে শুভেন্দুর কনভয় হামলা নিয়ে উঠে এল এক বিস্ফোরক তথ্য। এক অডিও বার্তায় শোনা গেল তৃণমূল কর্মীর হুঁশিয়ারি বার্তা।
শুভেন্দুর কনভয়ে ভাঙচুর
বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনা নিয়ে গত মঙ্গলবার অর্থাৎ ৫ আগস্ট, কোচবিহারের পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেইমতো তিনি কলকাতা থেকে বিমানে বাগডোগরায় পৌঁছোন। তার পর তাঁর কনভয় রওনা দেয় কোচবিহারের দিকে। ঠিক বেলা ১২টা ৩৫ মিনিট নাগাদ তাঁর কনভয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোতেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। আর ঠিক সেই সময়েই ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় এমনকি তৃণমূলের পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। সেই নিয়ে শুরু হয় জোর তরজা। আর এই পরিস্থিতিতে শুভেন্দু তৃণমূলের হুমকি সংস্কৃতির কেচ্ছা তুলে ধরেন।
ভাইরাল অডিও বার্তা
আজ, অর্থাৎ বৃহস্পতিবার, ৭ আগস্ট, বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে একটি অডিও পোস্ট করেন। যেখানে দেখা যায় ঘোকসাডাঙ্গার তৃণমূল নেতা ধরণীকান্ত বর্মন ধমক কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি প্রশান্ত বর্মনকে হুমকি দিচ্ছেন। ভিডিওটি পোস্ট করার পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী ক্যাপশনে লিখেছেন যে, “তৃণমূলের হুমকি সংস্কৃতির ‘উজ্জ্বল’ নিদর্শন। কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল ‘হার্মাদ’ নেতা; শ্রী ধরনীকান্ত বর্মণ মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগ পত্রের অভিযুক্তদের তালিকার ১১ নম্বরে রয়েছে। তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত বর্মণ কে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন।”
তৃণমূলের হুমকি সংস্কৃতির ‘উজ্জ্বল’ নিদর্শন
কোচবিহারের ঘোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল ‘হার্মাদ’ নেতা; শ্রী ধরনীকান্ত বর্মণ মহাশয়ের নাম আমার ওপর আক্রমণের অভিযোগ পত্রের অভিযুক্তদের তালিকার ১১ নম্বরে রয়েছে।
তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ… pic.twitter.com/gnsQ6dK8vJ— Suvendu Adhikari (@SuvenduWB) August 7, 2025
আরও পড়ুন: দিলীপ ঘোষের নামে অশ্লীল ভিডিও কারা ভাইরাল করেছে? এবার খুঁটিয়ে দেখবে লালবাজার
বারাসতেও ধুন্ধুমার
শুভেন্দু অধিকারী তাঁর এই অডিও পোস্টের ক্যাপশনে মমতা সরকারকে কটাক্ষ করে বলেছেন যে, “এটাই তৃণমূলের সংস্কৃতি, এখানে আইনের শাসন নয় শাসকের আইন চলে, তাই কালক্রমে যদি কোনো শাসক নেতা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরা কে সরা জ্ঞান করেন।” এদিকে অডিও পোস্ট হতেই ভাইরাল হয় সেই বার্তা। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি India Hood। এদিকে গতকাল, বারাসতে কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ন’পাড়া কালীবাড়ি এলাকা থেকে মিছিল শুরু হয়। কলোনিমোড় হয়ে ফ্লাইওভার ধরে চাঁপাডালি মোড় পেরোতেই উত্তেজনা ছড়ায়। উঠে আসে ‘জয় বাংলা’ স্লোগান। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।