কোচবিহারে শীঘ্রই পাইপলাইনে করে গ্যাস পৌঁছবে বাড়ি বাড়ি, জানুন কবে ও খরচ কত

Cooch Behar PNG

সহেলি মিত্র, কলকাতাঃ ভারী ভারী সিলেন্ডার অতীত, এবার কোচবিহারেও বাড়িতে পৌঁছে যাবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস (Cooch Behar PNG )। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালের মধ্যেই এই কাজ সম্পন্ন হতে পারে। আর এই ব্যবস্থা একবার শুরু হয়ে গেলে দারুণভাবে লাভবান হবেন কোচবিহারবাসী। ইতিমধ্যে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে জায়গায় জায়গায়। মানুষ এখন PNG পরিষেবার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২০২৬-এই বাড়িতে মিলবে PNG পরিষেবা

জানা গিয়েছে, রাজ্যের প্রথম শহর হিসেবে পিএনজি বা পাইপড ন্যাচারাল গ্যাস পেতে চলেছে কোচবিহার। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই শহরে শুরু হয়ে যাবে পিএনজি গ্যাস পরিষেবা বলে খবর। সবথেকে বড় কথা, এলপিজির থেকে রেকর্ড পরিমাণে সস্তা হবে পিএনজি গ্যাস পরিষেবা।

কোচবিহারের ৫০০০ ঘরে পৌঁছাবে পাইপলাইনে করে গ্যাস

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোচবিহারে প্রথম ধাপে ১ থেলে ৫ নম্বর ওয়ার্ডে ৫০০০ বাড়িতে এই সংযোগ দেওয়া হবে। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি ৩০০০-রও বেশি বাড়িতে মিটার বসানোর কাজ সম্পন্ন। বাকি মাঝে যে সময়টা আছে তাঁর মধ্যে বাকি কাজও শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংযোগ নিতে কত খরচ?

জানা গিয়েছে, পিএনজির কেজি প্রতি হবে মাত্র ৫২ টাকা, যা কিনা নিঃসন্দেহে এলপিজির থেকে সস্তা। যতটা গ্যাস ব্যবহার করা হবে, সেটার দাম দিতে হবে। বিল আসবে। প্রতি দু’মাসে বিল দেওয়া হবে। অনলাইনেই বিল জমা দিতে পারবেন। প্রাথমিকভাবে কোচবিহার শহরে প্রায় ১৩ হাজার বাড়িতে সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে ভারত পেট্রোলিয়ামের। এখন দেখার কতটা কী হতে পারে সেদিকে। এছাড়াও প্রথমবার সংযোগ নেওয়ার জন্য ৫০০০ টাকা খরচ হবে বলে জানা যাচ্ছে।

Leave a Comment