কোচবিহার থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা মমতার

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই এবার ভোট প্রচারের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধীদলের একাংশ। আর এই আবহে দফায় দফায় প্রশাসনিক সভায় বক্তৃতা দেওয়ার কর্মসূচি গ্রহণ করলেন মমতা। এবার কোচবিহারের জনসভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা দিলেন মমতা (Mamata Banerjee)। পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের উপর তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।

CPIM-কে নিয়ে কটাক্ষ মমতার

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে রাজবংশী সমাজের প্রাণপুরুষ পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই সিপিআইএমের সাম্রাজ্য ইতিহাস নিয়ে তুলোধনা করেন। তিনি বলেন, “ক্ষমতায় আসার পর এক বছর সময় দিতে হয়েছে বামফ্রন্ট সরকারের জঞ্জার পরিষ্কার করতে। তারপর মাত্র ১৩ বছর হাতে টাইম পেয়েছি।” এরপরই তৃণমূল জমানায় রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরেন তিনি। আর সেই প্রকল্পের মাঝেই উঠে আসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “ প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে কোচবিহারে ১১ লক্ষ ২৩ হাজার ৫৫৫ জন মহিলা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। তবে আমরা এখন নিয়ম করেছি যে এখন ৬০ বছর বয়স হয়ে গেলেই বিধবা ভাতার ক্ষেত্রে আবেদনের জন্য কোনো দরখাস্ত জানাতে হবে না। যাঁদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে তাঁরা আজীবন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ ২৫ বছর থেকে শুরু করে যতদিন খুশি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তার জন্য নতুন করে নাম লেখাতে হবে না।” এরপরই ১০০ দিনের কাজের ৫১ হাজার ৬১৭ কোটি টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “তোমাদের ভিক্ষে আমরা চাই না। ১০০ দিনের কাজ বাংলাই করবে। তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং ‘কর্মশ্রী’ প্রকল্পের অধীনে রাজ্যের মানুষের জন্য ৭৫ থেকে ৮০ দিনের কাজের ব্যবস্থা করা হবে।”

আরও পড়ুন: নতুন করে রাজ্য সরকারের আর কোনও যুক্তিই শুনবে না হাইকোর্ট!

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার দু’দিনের জন্য কোচবিহার সফরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেন্দ্রের সরকারকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ শানিয়েছেন। আজও SIR ইস্যুতে ফের কোচবিহারের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, “সামনে SIR-পিছনে NRC-এর ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বাংলাকে বিভেদ করতে দেব না। এসআইআর করো কোন অসুবিধা নেই। ২ বছর সময় নাও। যদি SIR-এর অনুমতি না দিতাম তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করত ওরা। ডবল ইঞ্জিন সরকার উত্তর প্রদেশ, অসমে ডিটেশন ক্যাম্প চালু করে দিয়েছে। ওড়িশা থেকে রাজস্থান চলছে বাঙালিদের উপর অত্যাচার। পরিযায়ী শ্রমিকদের নিজের ভোটের নামটা তুলতে বলুন।”

Leave a Comment