কোচ হিসেবে খেল দেখালেন সৌরভ, SA20-তে শীর্ষে মহারাজের দল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরুটা শুরু হয়েছিল পরাজয় দিয়ে। তবে ব্যর্থতাকে হার মানাতে পারে যে সেই তো আসল চ্যাম্পিয়ন। প্রথম 5 ম্যাচে একটি জয় থেকে শেষ তিন ম্যাচের তিনটিতেই জিতে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের শীর্ষে জায়গা করল সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) দল প্রিটোরিয়া ক্যাপিটালস। SA20 লিগের শেষ ম্যাচে MI কেপ টাউনকে 53 রানের বিরাট ব্যবধানে হারিয়েছে তারা। তাতেই মিলল বোনাস পয়েন্ট। সেখান থেকেই একেবারে টেবিল টপার মহারাজের দল।

দাদার কেরামতিতেই ভাগ্য ফিরল প্রিটোরিয়ার

কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের শুরুতেই দলকে সাফল্য পাইয়ে দিতে পারেননি সৌরভ। সেজন্য অবশ্য হাজারও সমালোচনার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছিল তাঁকে। তবে কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। শেষ তিন ম্যাচে একেবারে খেলা ঘুরিয়ে নিজেকে প্রমাণ করলেন সৌরভ। বুঝিয়ে দিলেন হারতে হারতেও জেতা যায়। সোমবার, কেপ টাউনকে 53 রানে হারানোর পরই বোনাস পয়েন্ট পেয়েছে প্রিটোরিয়া।

না বললেই নয়, গতকাল শেরফান রাদারফোর্ডের 53 রানের ইনিংসের সূত্র ধরেই 6 উইকেট হারিয়ে 185 রান তুলতে পেরেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। যদিও শুরুর দিকে ক্রমাগত ধাক্কা খেলেও দলের স্কোর যখন 7 ওভারে 89, সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান। এদিন রাদারফোর্ডকে সব রকম ভাবে সাহায্য করছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনিও 19 বলে 34 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এরপর আর কি রান তাড়া করতে আসা কেপ টাউনকে বলের আঘাতে কুপোকাত করে 53 রানে ম্যাচ নিয়ে চলে যায় সৌরভের দল।

অবশ্যই পড়ুন: ৪৩ বছরেই প্রয়াত ব্রাজিলের সুপারস্টার কাকা? ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর

উল্লেখ্য, কেপ টাউনের বিরুদ্ধে জয় ছাড়াও এর আগে গত বৃহস্পতিবার পার্ল রয়্যালস এবং এর আগের শনিবার জোহানেসবার্গ সুপার কিংসকে হারিয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের প্রিটোরিয়া। সব মিলিয়ে বলাই যায়, দাদার কোচিংয়েই শুরুর দিকে হাঁটতে থাকা দল এখন খেল দেখাচ্ছে।

Leave a Comment