সহেলি মিত্র, কলকাতা: বারাকপুরবাসীর (Barrackpore) জন্য রইল দারুণ সুখবর। আপনারও এলাকায় যদি কোনও সমস্যার থেকে থাকে? তাহলে আপনার সেই যন্ত্রণা ও অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসলে পশ্চিমবঙ্গ সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর আওতায় ব্যারাকপুরের ছোট ছোট সমস্যাগুলির সমাধান করবে সরকার। যার মধ্যে রয়েছে আলো, রাস্তাঘাট, স্কুল, ড্রেন ইত্যাদির কাজকর্ম। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বারাকপুর নিয়ে বড় ভাবনা রাজ্যের
বারাকপুরের বিভিন্ন পাড়ার সমস্যার সমাধান করতে কর্মসূচিতে ৩৯৪টি স্কিম অনুমোদিত হয়েছে। এতে ওই এলাকায় রাস্তা, আলো, ড্রেন, স্কুলের ছাদ, কালভার্ট তৈরি সহ বিভিন্ন কাজ হবে। সেই সব কাজের টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। আর এই কাজগুলির জন্য সরকারের খরচ হবে ১৪ কোটি ৩০ লক্ষ টাকা। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির কাজ শুরু হবে।
এই বিষয়ে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বড় তথ্য দিয়েছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রতিটি ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পালিত হয়েছে। সেই সব কর্মসূচিতে পুরবাসীরা বিপুলভাবে সাড়া দিয়েছেন, ক্যাম্পগুলিতে এসে বিভিন্ন সমস্যার কথাও জানিয়েছেন। সেই সব আবেদন খতিয়ে দেখে জেলাশাসকের দপ্তর ৩৯৪টি স্কিমের অনুমোদন দিয়েছে। এর ফলে পাড়ায় অনেক রাস্তা তৈরি হবে। তৈরি হবে ড্রেন। বসানো হবে আলো। এমনকী স্কুলঘুরের ছাদও তৈরি হবে। আশিটির বেশি কাজের টেন্ডার হয়ে গিয়েছে।’
কবে কাজ শেষ হবে?
জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের মধ্যে সব কাজ হয়ে যাবে। অর্থাৎ নতুন বছরে এক নতুন এলাকা পাবেন বারাকপুরবাসী। এছাড়াও বারাকপুর অঞ্চলে রাস্তা মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ওল্ড ক্যালকাটা রোড নতুন করে তৈরি করা হচ্ছে। এজন্য দেড় কোটি টাকা খরচ করছে পুরসভা, যার মধ্যে এমপি ফান্ড থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন পার্থ ভৌমিক বলে খবর।