কোটি টাকার চুল ভর্তি ট্রাক লুঠ নদিয়ায়! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার-সহ তিন

Nadia

প্রীতি পোদ্দার, কলকাতা: আজব ডাকাতি নদীয়ায়! সোনা গয়না টাকা পয়সা নয় এবার এক কোটি টাকা মূল্যের মাথার চুল ভর্তি ট্রান্সপোর্টের গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পুলিশি তদন্তের জেরে ডাকাতির ঘটনায় জড়িত এক সিভিক ভলান্টিয়ার-সহ তিনজনকে গ্রেপ্তার করল নাকাশিপাড়া থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

ঠিক কী হয়েছিল?

সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের ভোলাডাঙ্গা এলাকায়। মাথার চুল ভর্তি ট্রাকটির যাওয়ার কথা ছিল মুর্শিদাবাদ জেলার বেলডাঙায়। সেইজন্য শালিমার স্টেশন থেকে রওনা দেওয়া হয়েছিল। পুলিশের তরফে জানা যায় ১৪ জন ব্যবসায়ীর চুল ছিল এই ট্রাকে। এই ব্যবসায়ীরা এই চুল নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার পর বিদেশে রপ্তানি করে। এখান থেকে এই চুল বিভিন্ন প্রক্রিয়ার পর তুর্কি, বাংলাদেশ, মায়ানমার সহ বিভিন্ন দেশে রপ্তানির জন্য যায়। এমনকি এই ব্যবসা থেকে মোটা অঙ্কের মুনাফা আসে। একইসঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু সেই গাড়িতেই হয় ডাকাতি।

ডাকাতির অভিযোগ দায়ের চালকের

নাকাশিপাড়া থানার পুলিশের তরফে জানানো হয়েছে, চুল ভর্তি ওই ট্রাক নদীয়ার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙ্গার কাছে আসা মাত্রই অপরদিকে আরেকটি গাড়ি একেবারে আড়াআড়ি ভাবে সেই পথ আটকে দাঁড়ায়। তখনই ট্রাকের চালক কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল যুবক ট্রাকে উঠে পড়ে বলে অভিযোগ। শুধু তাই নয়, শান্তিপুরের কাছে একেবারে মাঝ রাস্তাতেই চালককে নামিয়ে সমস্ত চুল এবং গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। সঙ্গে সঙ্গে চালক স্থানীয় নাকাশিপাড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন: ১৬ থেকে ১৭ আগস্ট, টানা ২৪ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

ডাকাতির ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার

অভিযোগের ভিত্তিতে চুল ভর্তি ট্রাক উদ্ধারের ঘটনার তদন্তে নামে নাকাশিপাড়া থানার পুলিশ। কীভাবে এক কোটি টাকা মূল্যের মাথার চুল নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা তা খুঁজে বের করতে গিয়ে রীতিমত নাকানি চুবানি খাচ্ছিল তদন্তকারী আধিকারিকরা। শেষপর্যন্ত এই ঘটনার গভীরে চিরুনি তল্লাশির পর এক সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই সিভিকের নাম মোশারফ হোসেন। অন্যদিকে ধৃত আরও দুজনের নাম ছইরুদ্দিন শেখ এবং হাসিবুল শেখ। ধৃত তিনজনকে দফায় দফায় জেরা করার পর গতকাল অর্থাৎ মঙ্গলবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment