কোনও ডকুমেন্ট ছাড়াই হবে আধারে মোবাইল নম্বর আপডেট, জানাল UIDAI

aadhaar update

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার কাছেও কি আধার কার্ড আছে? নিজের ফোন নম্বর কীভাবে আপডেট (Aadhaar Update) করবেন সেটা ভেবে ভেবে চিন্তিত? তাহলে আপনার জন্য রইল সুখবর। আধারে আপনার মোবাইল নম্বর আপডেট করার জন্য এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না বা কোনও কাগজপত্রের দরকার হবে না। ক্রমবর্ধমান ডিজিটাল পরিষেবার যুগে, UIDAI এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB)-এর যুগলবন্দীতে এই প্রক্রিয়াটি যথেষ্ট সহজ হয়ে উঠেছে। এখন, আপনার মোবাইল নম্বরটি আপনার নিকটতম পোস্ট অফিসে বা আপনার পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবকের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপডেট করা যেতে পারে।

বিনা কোনও ডকুমেন্টেই হবে আধারে মোবাইল নম্বর আপডেট

বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রমাণীকরণের সুবিধা এই পরিষেবাটিকে দ্রুত, নিরাপদ এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত করে তুলেছে। অর্থাৎ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট-এর মাধ্যমে আপনার আধার কার্ডে ফোন নম্বর সহজেই আপডেট হয়ে যাবে। এই আধার কার্ড তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা UIDAI এখন পর্যন্ত ১.৪৩ বিলিয়নেরও বেশি আধার নম্বর তৈরি করেছে। সরকারি তথ্য অনুসারে, আইপিপিবি প্রতিষ্ঠার পর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৮২ মিলিয়নেরও বেশি মোবাইল নম্বর আধারে আপডেট করা হয়েছে।

সবথেকে বড় কথা, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক-এর এই নতুন পরিষেবার বড় সুবিধা হল এটি শহরগুলির পাশাপাশি প্রত্যন্ত গ্রামেও পাওয়া যাচ্ছে। এই সুবিধাটি বিশেষ করে তাদের জন্য উপকারী যাদের পুরানো মোবাইল নম্বরটি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে অথবা তারা আর এটি আর ব্যবহার করেন না। এই দুটি ঘটনা ঘটে থাকলে স্বাভাবিকভাবেই আধার কার্ডধারীদের তাঁদের কাছে থাকা নতুন নম্বর আধার কার্ডে আপডেট করতে হবে। আগে এই প্রক্রিয়া যথেষ্ট ঝক্কির হলেও এখন তা পুরোটাই ডিজিটালি এবং সহজ হয়ে গিয়েছে।

কোথায় এবং কিভাবে আপডেট করবেন?

যদি আপনার এলাকার আধার সেবা কেন্দ্র অনেক দূরে থাকে, তাহলে আপনি আপনার নিকটতম ডাকঘরে যেতে পারেন অথবা আপনার ডাকপিয়ন বা গ্রামীণ ডাক সেবক (GDS) এর সাথে যোগাযোগ করে আপনার মোবাইল নম্বর আপডেট করতে পারেন। তারা আপনার আঙুলের ছাপ দিয়ে আপনার পরিচয় যাচাই করবে এবং যেখানে আছেন সেখানেই আপনার মোবাইল নম্বর আপডেট করবে।

আপনি যদি আধারে নিবন্ধিত আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি যাচাই করতে চান, তাহলে আপনি সহজেই MyAadhaar পোর্টাল myaadhaar.uidai.gov.in/verify-email-mobile-এ গিয়ে এটি পরীক্ষা করতে পারেন।

Leave a Comment