সৌভিক মুখার্জী, কলকাতা: প্রযুক্তির জগতে আবারও বিরাট চমক দেখাল চিন। বিশ্বের নজর কাড়তে এবার তারা একসাথে সাতটি মালবাহী ট্রেনকে ওয়ারলেস সংযোগে (China Wireless Train) এক সুতোয় বেঁধে চালাতে সক্ষম হল। তাও কোনওরকম যান্ত্রিক হুক বা সংযোগ ছাড়াই! সোমবার মঙ্গোলিয়ার ইনার অঞ্চলের Baoshen রেলওয়েতেই এই সফল ট্রায়াল রান সম্পন্ন হল।
এনডিটিভি-র এক প্রতিবেদন সূত্রে খবর, প্রত্যেকটি ট্রেনের ওজন ছিল 5000 টন, অর্থাৎ প্রায় 35,000 টন মালবাহী ক্ষমতা নিয়ে একসঙ্গে রেলপথে চলতে সক্ষম হয়েছে এই ট্রেন কনভয়। সবথেকে বড় ব্যাপার, এতে রেলের জন্য নতুন লাইন বসানোরও প্রয়োজন কমবে এবং পরিবহন ব্যয় অনেকটা কমবে বলে মত ওয়াকিবহাল মহলের।
ADAS প্রযুক্তিতে এবার রেল
আসলে এই প্রযুক্তির পিছনে রয়েছে ADAS, যা গাড়িতে ব্যবহার করা হয়। গাড়ির মতো ট্রেনগুলিকে নিজের গতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই প্রযুক্তি, আর সামনে থাকা ট্রেনের স্পিড অনুযায়ী ব্রেক এবং স্পিড অ্যাডজাস্টমেন্টও করতে পারে। অর্থাৎ, ট্রেনগুলির মধ্যে দূরত্ব কমে এবং বেশি গতিতে নিরাপদে চলাচল করতে পারে। পাশাপাশি সময় ও খরচ দুই’ই বাঁচে। বলে রাখি, এই অত্যাধুনিক সিস্টেমটি তৈরি করেছে চায়না শেনহুয়া এনার্জি, যা রাষ্ট্রয়াত্ত জ্বালানি সংস্থা সিএইচএন এনার্জি অধীনস্থ একটি সংস্থা।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট ঘোষণা পর্ষদের, উপকৃত হবে পড়ুয়ারা
এদিকে সিএইচএন এনার্জির তরফ থেকে জানানো হয়েছে, ট্রেন টু গ্রাউন্ড এবং ট্রেন টু ট্রেন কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ট্রেনগুলিকে নিজেদের গতি এবং দূরত্ব দুইভাগে পর্যবেক্ষণ করে। এর ফলে খুব কাছাকাছি থেকেও ট্রেনগুলো নিরাপদ ভাবে চলতে পারে। অর্থাৎ, কোনওরকম কাপলার ছাড়াই ভার্চুয়াল কাপলিং প্রযুক্তিতে ট্রেনগুলি একসঙ্গে চলতে পারছে যা গোটা বিশ্বের রেল পরিবহন ব্যবস্থায় আনতে পারে আমূল পরিবর্তন। বিশেষজ্ঞদের দাবি, এই প্রযুক্তি যদি বৃহৎ পরিসরে চালু করা হয়, তাহলে বিশ্বের রেল পরিবহন ব্যবস্থাতে আসতে পারে বিরাট বদল। আর নতুন লাইন বসানোর খরচ অনেকটাই কমবে এবং মাল পরিবহনের গতি 10 গুণ বাড়বে।