কোনও নথি ছাড়াই তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা, সুখবর দিল EPFO

প্রীতি পোদ্দার, কলকাতা: পিএফ গ্রাহকদের জন্য নিয়ে আসা হল এক বড় পরিবর্তন। একজন অগ্রিম অর্থ ক্লেইম করতে পারবেন কোনো নথি বা তথ্য ছাড়াই। সাধারণত চিকিৎসার খরচ, বিয়ে, পড়াশোনা ইত্যাদি প্রয়োজনে যেমন অগ্রিম অর্থ নেওয়া যায়, ঠিক তেমনই বাড়ি করার ক্ষেত্রেও সেই সুযোগ পান পিএফ গ্রাহকরা। তবে এবার সেই অগ্রিম অর্থ নিয়ে এক বিপুল পরিবর্তন (New PF Facility) আনতে চলেছে দপ্তর।

PF এর অগ্রিম অর্থ নেওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন!

আগে বাড়ি তৈরির জন্য গ্রাহক যদি অগ্রিম অর্থ নিতে চায় তাহলে তাঁকে অন্তত ৫ বছর প্রভিডেন্ট ফান্ড বা PF-এর আওতায় থাকতে হয়। তার জন্য নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হত।এমনকি কত টাকা তিনি অগ্রিম বাবদ পাবেন, সেই হিসেব কষতে তিন বছরের বেতন, পিএফ গ্রাহক ও কর্মদাতা উভয়ের জমা করা হয়েছে মোট তহবিল এবং বাড়ি তৈরির মূল খরচ এই তিন বিষয়ের তথ্য দিতে হয়। জানা গিয়েছে এই তিন বিষয়ের মধ্যে যেটি সবচেয়ে কম, সেই পরিমাণ টাকা মিলবে। তবে এবার সেই নিয়মে বড় পরিবর্তন (New  PF Facility) আসতে চলেছে।

মালিকানা অন্য কেউ হলেও অসুবিধা নেই

জানা গিয়েছে, এখন থেকে কোনো গ্রাহক যদি বাড়ি সারাইয়ের মতো প্রয়োজনীয় খাতে PF-এর টাকা তুলতে চান তাহলে আর কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে না। শুধুমাত্র অনলাইন আবেদন এবং সেলফ ডিক্লারেশন জমা দিলেই হবে। এক্ষেত্রে অগ্রিম অর্থ হিসেবে শুধুমাত্র কর্মচারীর জমানো টাকা এবং বাড়ি তৈরি বা সারাইয়ের খরচ এই তিনের মধ্যে যেটি সবচেয়ে কম, সেই টাকা মিলবে।

এক্ষেত্রে বাড়ির মালিক পিএফ গ্রাহক নিজে হতে পারেন এমনকি তাঁর স্ত্রী বা স্বামীও হতে পারেন অথবা দু’জনের নামে মালিকানা থাকলেও সমস্যা হবে না।

অগ্রিম অর্থ নেওয়ার সময়সীমা!

নতুন নিয়ম অনুযায়ী জানা গিয়েছে যাঁরা PF থেকে একবার বাড়ি তৈরির জন্য অগ্রিম অর্থ নিয়েছেন, তাঁরাও বাড়ি মেরামতির জন্য ফের টাকা তোলার সুযোগ পাবেন। তবে সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত থাকবে। সেগুলি হল প্রথমবার অগ্রিম অর্থ নেওয়ার পর অন্তত ৫ বছর পরে পরবর্তী উইথড্রয়াল করতে পারবেন।

অন্যদিকে গ্রাহক যদি বাড়ি মেরামতির জন্য দ্বিতীয়বার PF থেকে টাকা তুলতে চান তাহলে প্রথমবার অগ্রিম নেওয়ার অন্তত ১০ বছর পরেই সেই সুযোগ মিলবে।

আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ৫০% সংরক্ষণ, সমকামীদের নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘অটো ক্লেম সেটেলমেন্ট’-এর নিয়মের পরিবর্তন

এছাড়াও বাড়ি তৈরি বা মেরামতি সহ অন্য যে কোনও প্রয়োজনে গ্রাহক অগ্রিমের জন্য আবেদন করলে এতদিন ৫০,০০০ টাকা পর্যন্ত পাওয়ার ক্ষেত্রে ‘অটো ক্লেম সেটেলমেন্ট’ হতো। তবে এই টাকার থেকে বেশি যদি কারোর টাকা লাগত সেক্ষেত্রে দপ্তরের কর্তাদের অনুমতি প্রয়োজন হতো। কিন্তু সেই নিয়মও এবার পরিবর্তন করল PF দপ্তর। এখন থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ‘অটো ক্লেম সেটেলমেন্ট’-এর সুবিধা মিলবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment