কোনও বোমাবর্ষণ বা সন্ত্রাসী হামলা ছাড়াই পাকিস্তানে ক্ষতিগ্রস্ত ৪.১ কোটি মানুষ!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে (Pakistan Floods)। আর তাতেই বিপর্যয় নেমে এসেছে পশ্চিমের দেশে। ABC নিউজের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান জুড়ে ভয়াবহ বন্যার কারণে 25টি জেলার অন্তত 4,100 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমের দেশে বন্যায় এখনও পর্যন্ত 907 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন 4.1 কোটি পাকিস্তানি।

পাকিস্তান ডিজাস্টার ম্যানেজমেন্টের তথ্য চমকে দেবে

পাকিস্তানের ডিজাস্টার ম্যানেজমেন্টের মহাপরিচালক ইরফান আলী কাঠিয়া জানিয়েছেন, ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানে যে বিপর্যয় নেমে এসেছে তাতে 4.1 কোটি মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও সরকার ইতিমধ্যেই লক্ষাধিক পাকিস্তানিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে অন্তত 425টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুন মাসের শেষ থেকে এখনও পর্যন্ত গোটা পাকিস্তানজুড়ে বৃষ্টি ও বন্যার কারণে 907 জন প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, আহত হয়েছেন কমপক্ষে 1,044 জন পাকিস্তানি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করছে, বন্যার কারণে শুধুমাত্র খাইবার পাখতুনখোয়ায় 502 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন 218 জন। পাশাপাশি পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি এবং বন্যার কারণে 223 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 654 জন। যেখানে সিন্ধুতে মৌসুমী বৃষ্টিপাতের কারণে 58 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

অবশ্যই পড়ুন: জেমি ম্যাকলারেনকে নিয়ে অবশেষে সুখবর! স্বস্তিতে মোহনবাগান

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানায়, বন্যার কারণে বালুচিস্তানে 26 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একই সাথে পাক অধিকৃত কাশ্মীর বা POK-এর গিলগিট-বালতিস্তান অঞ্চলে বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে 41 জনের মৃত্যু এবং 52 জন আহত হয়েছেন। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরে 38 জন ও ইসলামাবাদে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এদিকে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভারত শতদ্রু নদীর হারিকে এবং ফিরোজপুরে ভয়াবহ বন্যার সতর্কবার্তা দিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, একটানা বৃষ্টিপাত এবং বন্যার জলে পাকিস্তানের নদীগুলি ফুলেফেঁপে ওঠায় তীরবর্তী গ্রামগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা বাহুল্য, দীর্ঘদিনের ভারী বৃষ্টির কারণে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের অনেকাংশ বর্তমানে বন্যার জলে প্লাবিত। 100 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যায় আর্থিক দিক থেকে বিরাট ক্ষতি হয়েছে পাকিস্তানি কৃষকদেরও।

Leave a Comment