বিক্রম ব্যানার্জী, কলকাতা: মিনি নিলামে যাকে চায় তাকেই পায় কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders)। মঙ্গলবার দিনটা এমনই কেটেছিল শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির (KKR Player List 2026)। শুরুটা দাপটের সাথে করে শেষেও ক্ষমতা দেখিয়েছিল সোনালী বেগুনি ম্যানেজমেন্ট। এদিন ক্যামেরন গ্রিন থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান, প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়ে পছন্দের খেলোয়াড় নিজের করেছে KKR। আসলে, বেশি দাম দিয়ে খেলোয়াড় কেনার স্বভাবটা নাইটদের আজকের নয়। গত কাল সেই স্বভাব ধরে রেখেই দল গোছালো নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হল কলকাতা নাইট রাইডার্সের IPL 2026 এর দল?
কোন কোন প্লেয়ার কিনল KKR?
প্রথম খেলোয়াড়: ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া)
দাম: 25 কোটি 20 লাখ টাকা
দ্বিতীয় খেলোয়াড়: মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা)
দাম: 18 কোটি টাকা
তৃতীয় খেলোয়াড়: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
দাম: 2 কোটি টাকা
চতুর্থ খেলোয়াড়: টিম শেইফার্ট (নিউজিল্যান্ড)
দাম: 1.50 কোটি টাকা
পঞ্চম খেলোয়াড়: তেজস্বী সিং (ভারতীয়)
দাম: 3 কোটি টাকা
ষষ্ঠ খেলোয়াড়: রাচীন রবীন্দ্র (নিউজিল্যান্ড)
দাম: 2 কোটি টাকা
সপ্তম খেলোয়াড় : মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
দাম: 9 কোটি 20 লাখ টাকা
অষ্টম খেলোয়াড়: রাহুল ত্রিপাঠী (ভারতীয়)
দাম: 75 লাখ টাকা
নবম খেলোয়াড়: আকাশদীপ (ভারতীয়)
দাম: 1 কোটি টাকা
দশম খেলোয়াড়: দক্ষ কামরা (ভারতীয়)
দাম: 30 লাখ টাকা
একাদশতম খেলোয়াড়: সার্থক রঞ্জন (ভারতীয়)
দাম: 30 লাখ টাকা
দ্বাদশতম খেলোয়াড়: প্রশান্ত সোলাঙ্কি (ভারতীয়)
দাম: 30 লাখ টাকা
ত্রয়োদশ খেলোয়াড়: কার্তিক ত্যাগী (ভারতীয়)
দাম: 30 লাখ টাকা
অবশ্যই পড়ুন: ২৫ লক্ষ মহিলা পাবে ফ্রি গ্যাস কানেকশন, চালু উজ্জ্বলা যোজনা ৩.০, ঘরে বসেই করুন আবেদন
এক নজরে IPL 2026 এর KKR স্কোয়াড
ব্যাটার- অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম শেইফার্ট, অঙ্গকৃষ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রোভম্যান পাওয়েল, তেজস্বী সিং এবং সার্থক রঞ্জন।
অলরাউন্ডার- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, রমনদীপ সিং, অনুকুল রায়, প্রশান্ত সোলাঙ্কি ও দক্ষ কামরা।
বোলার- মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, কার্তিক ত্যাগী এবং বরুণ চক্রবর্তী।