ক্যামেরা ও লুকে দারুণ, লঞ্চ হচ্ছে Lava Play Max! প্রকাশ্যে এল দাম

Lava Play Max

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের স্মার্টফোন বাজারে আবারও চমক দিতে চলেছে দেশীয় মোবাইল ফোন ব্র্যান্ড Lava। জনপ্রিয় Lava Play Ultra 5G মডেল দিয়ে বাজার কাঁপানোর পর এবার কোম্পানিটি নতুন স্মার্টফোন Lava Play Max নিয়ে হাজির হচ্ছে। ইতিমধ্যেই তার টিজার প্রকাশ্যে এসেছে। যদিও লঞ্চের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

50MP ক্যামেরা সহ স্টাইলিশ ডিজাইন

Lava-র টিজার অনুযায়ী জানা গিয়েছে, Lava Play Max ফোনটিতে এবার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার মধ্যে প্রধান ক্যামেরাটি হবে 50MP। আর ক্যামেরা মডিউলের চারপাশে গ্লো করা একটা ডেকোরেটিভ প্যাটার্ন থাকবে। পাশাপাশি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন রয়েছে ফোনটিতে। আর ফোনটির লুক ও ডিজাইন Lava Play সিরিজে ভিজ্যুয়াল আপগ্রেড হিসাবে আসবে বলে অনুমান করা হচ্ছে। এক কথায়, লুকে কোনও কমতি দেবে না Lava।

সম্প্রতি জনপ্রিয় টিপসটার Paras Guglani (@passionategeekz) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, BIS সার্টিফিকেশনে ফোনটি Lava Storm Gamer নামে তালিকাভুক্ত করা হয়েছে। আর এই ফোনটি বাজারে কালো এবং সাদা দুটি রংয়ের ভেরিয়েন্টে আসতে পারে। ডিসেম্বর মাসে ভারতের বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

মধ্যবিত্তর বাজেটে দাম

তবে ওই টিপস্টার দাবি করছে, Lava Play Max ফোনটির দাম ভারতের বাজারে মাত্র 12,000 টাকার নীচে হতে পারে। তুলনায় আগের মডেল Play Ultra 5G এর দাম ছিল 6GB+128GB ভেরিয়েন্টের 14,999 টাকা এবং 8GB+128GB ভেরিয়েন্টের 16,499 টাকা। তাই নতুন Lava Play Max আরও বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

পারফরমেন্সে নজরকাড়া

একাধিক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, Lava Play Max ফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 7300 SoC প্রসেসর, যার সঙ্গে দু’টি 6GB ও 8GB RAM এর ভেরিয়েন্ট থাকবে। পাশাপাশি ফোনটিতে UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করবে। আর অপারেটিং সিস্টেম Android 15 এর উপর বেস করেই চলবে ফোনটি। পারফরমেন্সের দিক থেকে এক কথায় গেমিং বা মাল্টি টাস্কিংয়ে দারুণ অভিজ্ঞতা দেবে এই ফোন।

আরও পড়ুন: টাটার অ্যানিম্যাল হাসপাতাল ট্রাস্ট থেকে পদত্যাগ করলেন মেহলি মিস্ত্রি!

এদিকে লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz। ফলে ফোনটি গেম খেলা বা সিনেমা দেখায় একেবারে সেরা পারফরমেন্স দেবে। পাশাপাশি আগেই বলেছি, ক্যামেরা হিসেবে 50MP এর এম্পের একটি এআই সাপোর্টেড মেইন ক্যামেরা থাকবে। আর উন্নত লো-লাইট পারফরমেন্সও দেওয়া হবে। এক কথায়, বাজেটের মধ্যে ধামাকাদার মডেল হতে চলেছে এই ফোনটি।

Leave a Comment