ক্রিকেটেও দাপট দেখিয়েছেন মমতা, হয়েছেন ম্যাচ সেরাও! মুখ্যমন্ত্রীর নতুন প্রতিভা প্রকাশ্যে

Mamata Banerjee Played cricket became player of the match also

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনীতির ময়দান থেকে সামাজিক সংস্কৃতি, সব ক্ষেত্রেই সাবলীল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন তৃণমূল সুপ্রিমো, অন্যদিকে তিনি একজন সচেতন কবি। সাহিত্যিক, শিল্পী সব বিশেষণই তাঁর ক্ষেত্রে প্রযোজ্য। এবার জানা গেল, ক্রিকেটের ময়দানেও একটা সময় কোমর বেঁধে শাসন করেছেন মমতা। বাংলার সুপারহিট নারী সাংসদ থাকাকালীন এক ক্রিকেট ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছিলেন (Mamata Banerjee Played Cricket)।

রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর নতুন প্রতিভা সম্পর্কে জানল বাংলা

বিশ্বজয় করে গতকালই বাংলায় ফিরেছেন বঙ্গকন্যা রিচা ঘোষ। প্রথমে নিজের শিলিগুড়ির বাড়িতে গিয়ে পরিবারের সাথে সময় কাটানোর পর শহরের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় মহিলা ক্রিকেটার। আর তার ঠিক পরের দিনই একেবারে কলকাতার বুকে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তাঁকে সম্মানিত করলো CAB। বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার উদ্যোগে আজ রিচার হাতে 34 লাখের পুরস্কার মূল্য সহ সোনার ব্যাট এবং অন্যান্য পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা এবং দাদা সৌরভ গাঙ্গুলি।

শনিবার, ভারতীয় মহিলা তারকার সংবর্ধনা অনুষ্ঠানেই উঠে এলো ক্রিকেটার মমতার অজানা কাহিনী। হঠাৎ মুখ্যমন্ত্রীকে নিয়ে বলেই ফেললেন সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালক। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু খেলেনইনি, 22 গজে ম্যাচ সেরাও হয়েছিলেন। বলাই বাহুল্য, রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি 7 বারের সাংসদ মমতা। সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই মমতাই নাকি 22 গজে এক সময় শাসন করেছেন।

রিচার সংবর্ধনা অনুষ্ঠানে উঠে এল, নয়ের দশকে অনুষ্ঠিত রাজ্যসভা এবং লোকসভা সাংসদদের মধ্যে এক প্রীতি ম্যাচের প্রসঙ্গ। তখন পুরোদমে কংগ্রেস করছেন মমতা। ছিলেন হাত- শিবিরের সাংসদ। সেই সুত্রেই পুরুষ এবং মহিলা উভয় সাংসদদের ম্যাচে অংশ নিয়ে রাজ্যসভার সদস্যদের বিরুদ্ধে দাপিয়ে খেলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ম্যাচে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি আর কুমারমঙ্গলমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাথে হয়েছিলেন ম্যাচ সেরাও। তবে দীর্ঘ সময় অতিক্রম করে এসে আজ সেসব কথা নিজের মুখে খুব একটা তোলেন না মুখ্যমন্ত্রী। তবে তিনি যে ক্রীড়াপ্রেমী মানুষ সে কথা বোধহয় জানতে বাকি নেই কারোরই। এবার জানা গেল তাঁর ক্রিকেট সত্তা সম্পর্কে।

অবশ্যই পড়ুন: গিগ কর্মী, ফ্রিল্যান্সারা NPS e-shramik-র মাধ্যমে পাবেন পেনশন সুবিধা, জানুন পদ্ধতি

উল্লেখ্য, ফুটবল থেকে শুরু করে ক্রিকেট, বঙ্গে খেলাধুলাকে উন্নতির শিখরে পৌঁছে দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। সে কথা বেশ কয়েকবার ক্যামেরার মুখোমুখি হয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রায়শই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। অনেকেই হয়তো জানেন, খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ফুটবল কতটা ভালবাসেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকবার তাঁকে ব্যাডমিন্টন কোর্টেও দেখা গিয়েছে। তবে অবাক করা বিষয়, ক্রীড়া অন্ত প্রাণ হওয়া সত্বেও রাজ্যের ক্রীড়া মন্ত্রীর পদটা নেননি তিনি। বর্তমানে সেই পদে রয়েছেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী, মন্ত্রী অরূপ বিশ্বাস।

Leave a Comment