ক্রেডিট কার্ড থেকে UPI, রান্নার গ্যাস! ১ আগষ্ট থেকেই বদলে যাচ্ছে একাধিক নিয়ম

বিক্রম ব্যানার্জী, কলকাতা: UPI হোক কিংবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্কিং পরিষেবা, প্রতিমাসের শুরুতেই বেশ কিছু ক্ষেত্রে আসে বদল। আসন্ন আগস্টেও সেই নিয়মের অন্যথা হবে না। আজতাকের রিপোর্ট অনুযায়ী, বছরের অন্যান্য মাসগুলির মতোই, ক্রেডিট কার্ড, রান্নার গ্যাস থেকে শুরু করে UPI, CNG সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বদল আসতে চলেছে।

রিপোর্ট বলছে, এর জেরে স্বাভাবিকভাবেই প্রভাব পড়তে পারে আমজনতার পকেটে। কোন কোন ক্ষেত্রে আসছে পরিবর্তন? রইল বিস্তারিত।

ক্রেডিট কার্ডের নিয়মে বদল

রিপোর্ট বলছে, আসন্ন আগস্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নিয়মে একটি বড় বদল আসতে পারে। আসলে, এতদিন SBI বেশ কিছু কো ব্রান্ডেড ক্রেডিট কার্ডে বিনামূল্যে বিমান দুর্ঘটনা বীমার সুবিধা দিত।

তবে একাধিক রিপোর্ট অনুযায়ী, UCO, PSB, সেন্ট্রাল ব্যাঙ্কের মতো বেশ কিছু কো ব্রান্ডেড কার্ডে আগস্ট থেকে এই নিয়ম বন্ধ করতে পারে, স্টেট ব্যাঙ্ক। বলা বাহুল্য, এই কার্ডগুলির দৌলতে 50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিমান দুর্ঘটনার কভারেজ পেতেন ব্যবহারকারীরা।

রান্নার গ্যাস

প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাস অর্থাৎ LPG এবং বাণিজ্যিক গ্যাসের দামে বদল আসে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন আগস্টেও এই নিয়ম অব্যাহত থাকবে। শেষবারের মতো বাণিজ্যিক সিলিন্ডারের দাম 60 টাকা কমানো হয়েছিল। যদিও রান্নার গ্যাসের দামে পরিবর্তন আসেনি। সূত্র বলছে, আগামী 1 আগস্ট রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমতে পারে। যদিও এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও জানায়নি তেল কোম্পানিগুলি।

UPI-এর নতুন নিয়ম

রিপোর্ট বলছে, আগামী 1 আগস্ট থেকে UPI ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ম লাগু হবে। জানা গিয়েছে, Phonepe, Gpay, Paytm এর মতো UPI অ্যাপ থেকে এবার আর ইচ্ছেমতো 50 বার ব্যালেন্স চেক করা যাবে না। দিনে মাত্র 25 বার নির্দিষ্ট মোবাইল নম্বরের সাথে লিঙ্ক হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আপনি।

ব্যাঙ্কিং পরিষেবা

বলে রাখি, প্রতি মাসেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে ভারতীয় ব্যাঙ্কগুলির ছুটির তালিকা প্রকাশ করা হয়। আসন্ন আগস্ট মাসেও একই নিয়ম বহাল থাকবে। জানা যাচ্ছে, দেশের বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব সহ ন্যাশনাল হলিডে উপলক্ষ্যে আগস্ট মাসের প্রায় অর্ধেক সময়টাই গোটা দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অবশ্যই পড়ুন: চিনের সঙ্গ ছাড়তেই ভারতের গুডবুকে মলদ্বীপ, ৪৮৫০ কোটির ঋণ সহ যা যা পাচ্ছে মইজ্জু

CNG ও PNG-র দাম

সাধারণত তেল কোম্পানিগুলি প্রতিমাসের শুরুতেই CNG ও PNG জ্বালানির দাম পরিবর্তন করে থাকে। তবে গত 9 এপ্রিলের পর থেকে পূর্বের দামে কোনও বদল আসেনি। রিপোর্ট বলছে, আগস্টের শুরুতেই এই দুই জ্বালানির দামে বদল আসতে পারে।

Leave a Comment