ক্ষণিকের দেখা দিয়ে উধাও শীত! ফের ঘূর্ণাবর্তের ঝঞ্ঝাট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাসের শেষের দিকে সবে শীতের (Weather Update) আমেজ নিতে শুরু করেছিল বঙ্গবাসী। রাতে বেশ কয়েক জায়গায় শীতল হাওয়াই বইছিল। কিন্তু সেই আমেজ ভালোভাবে অনুভব করতে না করতেই সব উধাও। ক্যালেন্ডারের পাতায় অগ্রহায়ণ শুরু হতে না হতেই রাজ্য জুড়ে ঝপ করে বেড়ে গেল তাপমাত্রা। জাঁকিয়ে শীত তো দূরের কথা, বিগত কয়েকদিন ধরে রাতে ও ভোরের দিকে যে শীতের আমেজ অনুভব করা যাচ্ছিল, সেটাও গায়েব হয়ে গেল, যার জেরে মাথায় হাত শীতপ্রেমীদের।

ঘূর্ণাবর্তের কাঁটা

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে শীতের মুখেই ফের শ্রীলঙ্কা সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা এইমুহুর্তে ভারতের দক্ষিণ উপকূলে পৌঁছেছে। এ ছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে , সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৬ কিলোমিটার উঁচুতে। আশঙ্কা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টায় সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। এখানেই শেষ নয়, আগামী শনিবার, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে চলেছে। যার ফলেআগামী তিন দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারেফলে শীতের পথে যে ভালই বাঁধা এসেছে তা আর বলার অপেক্ষা রাখে না। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে এইমুহুর্তে তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি পরবর্তী চার দিনেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কলকাতার আকাশ আপাতত পরিষ্কার থাকবে। কারণ কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কুয়াশার দাপট একটু কমবে। রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

আরও পড়ুন: অযোগ্যদের নামের পাশে সব তথ্য দিতে হবে! SSC-কে সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করাল হাইকোর্ট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতের দাপট খুব একটা দেখা যাবে না। আগামী ২০ এবং ২১ নভেম্বর পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইমুহুর্তে রাতের তাপমাত্রা কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে গেলেই ফের নিজের স্টাইলে ফিরে আসবে শীত।

Leave a Comment