ক্ষতি ১,২৭,০০,০০,০০০ টাকা! ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে চরম লোকসান পাকিস্তানের

Pakistan Loses 127 crore due to restricting airspace for Indian aircraft

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে প্রায় প্রতিবারই কোনও না কোনও ক্ষেত্রে ধাক্কা খেয়েছে পাকিস্তান! এবারেও সেই নিয়মে ছেদ পড়ল না। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ 2 মাস ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার কারণে, মোটা অঙ্কের খেসারত দিতে হচ্ছে পাকিস্তানকে। যে খবর নিশ্চিত করেছে খোদ পাক জাতীয় সংসদ।

কোটি কোটি টাকার লোকসান পাকিস্তানের

পাকিস্তানের জাতীয় সংসদে উত্থাপিত হিসেব অনুযায়ী, ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রেখে মাত্র 2 মাসে পাকিস্তানের ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 127 কোটি টাকায়। তবে মজার বিষয়, ব্যাপক ক্ষতি সত্বেও নাকি, পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের সামগ্রিক রাজস্ব 2019 সালের তুলনায় অনেকটাই বেড়েছে।

আসলে ভারত সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করে দেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গত 24 এপ্রিল ভারতীয় বিমানের জন্য নিজস্ব আকাশ সীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। গত 30 জুন পর্যন্ত সেই নিষেধাজ্ঞা অব্যাহত ছিল। আর তাতেই অন্যান্য সময়ের মতো নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে ইসলামাবাদ!

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করছে, তাদের আকাশ সীমা বন্ধ রাখার সিদ্ধান্তে নাকি প্রায় 150টি ভারতীয় বিমানের পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে প্রাপ্ত তথ্য বলছে, আখেরে ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান নিজেই। হিসেব অনুযায়ী, 2 মাস ভারতীয় বিমানের জন্য আকাশ সীমা বন্ধ রেখে সর্বসাকুল্যে পাকিস্তানের ক্ষতি হয়েছে 4.1 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা ভারতীয় মুদ্রায় 127 কোটি টাকা।

অবশ্যই পড়ুন: রজত পাতিদারের SIM ছত্তিশগড়ের যুবকের হাতে, ফোন এল কোহলির! তারপর যা হল

উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে ক্ষতির মুখে পড়ার ঘটনা পাকিস্তানের জন্য এটাই প্রথম নয়। এর আগে 2019 সালে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামাবাদ। সে বছরও তাদের ক্ষতি হয় 54 মিলিয়ন ডলারের।

Leave a Comment