ক্ষমতায় এলে মহিলাদের মাসে ১৫,০০০ টাকা! মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মিমে যোগদানের হিড়িক

Murshidabad MIM

সৌভিক মুখার্জী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidabad MIM) এবার তৃণমূল ছেড়ে দলে দলে সংখ্যালঘুরা যোগদান করছে মিমে। হ্যাঁ, স্থানীয়দের মধ্যে একেবারে মিমে যোগদানের হিড়িক উঠে গিয়েছে। ৪০টি পরিবার এবার একযোগে মিমে যোগ দিলেন। এমনকি মিম ক্ষমতায় আসলে মহিলাদের মাসে ১৫,০০০ টাকা দেওয়া হবে বলে আশ্বাস নেতার। সেই সূত্রে সদ্য যোগদান করা নাগরিকদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন স্থানীয় নেতৃত্ব।

হুমায়ুন কবীরের পদক্ষেপেই পরিবর্তন

বলে রাখি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর দল ত্যাগ করার পর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি তৃণমূলের সঙ্গে আর কোনওভাবেই যুক্ত থাকবেন না এবং তৃণমূলকে তলানিতে ঠেকিয়ে ছাড়বেন। বাবরি মসজিদ সম্পর্কিত তাঁর রাজনৈতিক বয়ান সামনে আসার সাথে সাথেই মুর্শিদাবাদের তৃণমূলের অন্দরে ভাঙনের খবর সামনে আসে। সদ্য যোগদানকারী এক ব্যক্তি স্পষ্ট জানিয়েছেন, অন্যায়, দুর্নীতি আর ভন্ড রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হলে মাঠে নেমে মিমকেই শক্ত হতে হবে। আর বাংলাকে দুর্নীতিমুক্ত করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, মুর্শিদাবাদে এই মিমে যোগদানের ঢেউ বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর বিরাট প্রভাব ফেলবে। কারণ, হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন, তিনি নির্বাচনে ৯০টি আসন টার্গেট করেছেন। তৃণমূলকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বিশেষজ্ঞরা বলছে, ভোট কাটাকুটির রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়েছে। মিমে প্রবেশ মুর্শিদাবাদের মাটিতে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, যা তৃণমূলের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ হতে পারে।

আরও পড়ুনঃ শিক্ষকদের রামধাক্কা দিল রাজ্য সরকার! বড় সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের

এদিকে মিমে যোগদানকারী এক মহিলা জানিয়েছেন, আমরা ১৪ বছর যাবৎ তৃণমূল কংগ্রেস করছি। কিন্তু উন্নয়নের কিছুই দেখতে পাচ্ছি না। ১০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কিন্তু এতে কীভাবে সংসার চলে। আমরা কোনও রকম কাজ পারছি না। তাই মিমে যোগদান করছি। হয়তো এই সরকার ক্ষমতায় আসলে অনেকটাই উন্নতি হবে।

আরও পড়ুন: ‘সবকিছু ছেড়ে বিজেপিতে এসেছি, আমি পালানোর লোক নই’ বললেন শুভেন্দু অধিকারী

ক্ষমতায় আসলে মহিলাদের প্রত্যেক মাসে ১৫,০০০ টাকা

প্রসঙ্গত এ বিষয়ে মালদা মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বাংলার মহিলাদেরকে ১০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। এতে কী হয়? মালদার নাগরিকরা মিমে যোগদান করে তৃণমূলকে ২০২৬ সালে হারাবে। আর আমরা যদি একবার ক্ষমতায় আসি, তাহলে ১০০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার তো দূর, মহিলাদেরকে আমরা প্রতি মাসে ১৫,০০০ টাকা করে দেবো। তাঁর এই বক্তব্য সামনে আসতেই মিমে যোগদানের হিড়িক যেন আরও বেড়ে গিয়েছে। কারণ, রঘুনাথগঞ্জে মিম ইতিমধ্যেই বুথ স্তরে সংগঠন করছে। এমনকি লালগোলায় একজন জনপ্রতিনিধির মাধ্যমে দলের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে। ফলত, তৃণমূলের নির্বাচন শক্তি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেই অনুমান।

Leave a Comment