“ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা…” BLO নিয়োগ নিয়ে কমিশনকে তোপ শিক্ষামন্ত্রীর

Bratya Basu

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। এদিকে এখনও SIR-কে কেন্দ্র করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন রয়েছে। এ বার সেই সংঘাত আরও বড় আকার নিল। কমিশনের বিরুদ্ধে এবার ভয়ংকর অভিযোগ তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর অভিযোগ রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে না জানিয়ে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে।

কমিশনকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে এবার আগে আগেই মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা, যা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে ওই সময় কমিশনের কাজে শিক্ষকরা যুক্ত থাকলে পরীক্ষার ব্যবস্থাপনায় মারাত্মক সমস্যা হতে পারে, বলে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার সময়ে শিক্ষকদের ভোটের কাজ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধও জানানো হয়েছে ওই চিঠিতে। আর সেই চিঠিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমনকি SIR কাজে BLO-দের নিয়োগ নিয়েও বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি।

কী অভিযোগ শিক্ষামন্ত্রীর?

প্রথম থেকেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শাসকদলের মধ্যে একের পর এক অভিযোগ উঠে আসছিল। এবার সেই বিতর্কে যেন নয়া সুর চড়াও করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য সরকার ও শিক্ষা দফতরকে না জানিয়ে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। ব্রাত্য বসু জানিয়েছেন, “এটা ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা। রাজ্য সরকারকে এড়িয়ে চলা হচ্ছে। তানাশাহী চলছে।”

আরও পড়ুন: গ্রামবাসী মাত্র ১৫০০, এদিকে তিন মাসে সন্তান জন্মাল ২৭ হাজারের বেশি, আজব ঘটনা মহারাষ্ট্রে

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গের শিক্ষকদের বেতন, পেনশন সুরক্ষিত। অন্যান্য রাজ্যে বেশিরভাগই চুক্তিভিত্তিক শিক্ষকরা কাজ করেন। সেই কারণেই এভাবে শিক্ষা দফতরকে এড়িয়ে কাজ করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। যদিও এ ব্যাপারে রাজ্যের সিইও বলেন, “বিএলও নিয়োগ তো ইআরও স্তর থেকে হয়েছে এবং নিশ্চয়ই সেটা শিক্ষা দফতরকে জানিয়ে করা হয়েছে।” প্রসঙ্গত, পর্ষদের তরফ থেকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্যে মোট ২৬৮২টি পরীক্ষা কেন্দ্র থাকছে, তার জন্য এক লক্ষ পরিদর্শক লাগবে। এবার দেখার পালা কমিশন এই ব্যাপারে কী মতামত প্রেরণ করে।

Leave a Comment