ক্ষমতা থাকলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ বাতিল করে দেখাক! ভারতকে চ্যালেঞ্জ পাক তারকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ জট কাটিয়ে হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ দেখার সুযোগ হবে, কার্যত এমন ধ্যান-ধারণা নিয়েই হাপিত্যেশ করে বসেছিলেন পশ্চিমের ক্রিকেটপ্রেমীরা! তবে ভারতীয় কিংবদন্তিদের সিদ্ধান্তে সেই আশায় জল পড়েছে!

শিখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিংদের সিদ্ধান্তে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব কিংবদন্তি চ্যাম্পিয়নশিপের ময়দানে নামেনি ভারত। তবে ভারতের এমন অবস্থান নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রাক্তন পাক তারকা। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট চ্যালেঞ্জ ছুঁড়ে জানিয়েছেন, ICC-র প্রতিযোগিতায় পাকিস্তানের ম্যাচ বয়কট করার সাহস আছে ভারতের? পারলে এই কাজ করে দেখাক!

ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রাক্তন পাক তারকা

হরভজন সিংদের সিদ্ধান্তকে সামনে রেখে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুলেছেন প্রাক্তন পাক তারকা সলমন। ইউটিউব ভিডিওতে ওই প্রাক্তন পাক তারকা বলেন, এমন সিদ্ধান্ত নিয়ে ওরা কী বোঝাতে চাইছে? এতে সমর্থকদের কাছে কোন বার্তা গেল? বিশ্বকাপে আমাদের সাথে খেলো না। অলিম্পিক্সেও আমাদের বিরুদ্ধে নামতে হবে না।

এমন প্রতিশ্রুতি কি দিতে পারবে ভারত? পারলে বিশ্বকাপ এবং অলিম্পিক্সের ম্যাচ বাতিল করে দেখাও! এদিন একেবারে চ্যালেঞ্জ দিয়েই সলমন বলেন, ক্ষমতা থাকলে বিশ্বকাপে ও অলিম্পিক্স এই দুইক্ষেত্রে ম্যাচ বাতিল করে দেখাক ভারত। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের দাবি, রাজনীতির সাথে ক্রিকেটকে মিলিয়ে দিচ্ছে ভারত। তাঁর মতে, খেলাধুলার সাথে রাজনীতির কোনও মিল নেই। কিন্তু বারবার রাজনীতির সাথে খেলাধুলাকে এক করে দিচ্ছে ভারতীয়রা। সবশেষ, প্রাক্তন পাক তারকা বলেন, আমাদের বিরুদ্ধে খেলো না। দেখতে চাই বিশ্বকাপে আমাদের ম্যাচ বাতিল করে কতটা দেশ ভক্তি দেখাতে পারো!

 

অবশ্যই পড়ুন: “দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন”, প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বার্তা প্রধানমন্ত্রী মোদির

প্রসঙ্গত, নিজের ইউটিউব চ্যানেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের বিষয়টিকে সামনে রেখেই একেবারে তেড়েফুঁড়ে উঠেছিলেন সলমন! যদিও তাঁর দাবি, পাকিস্তানের সাথে ম্যাচ না খেলার সিদ্ধান্ত সকলের নয়। এরপরই তিনি বলেন, কয়েকজন খেলবে না বলে পুরো ম্যাচটাই কেন বাতিল করা হল? এদিন উদ্যোক্তাদেরও নিশানা করেন সলমন। বলেন, আমিও ওদের মানসিকতা বুঝিনা। এইসব ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কারা যে নেয়!

Leave a Comment