কৃশানু ঘোষ, কলকাতাঃ রবিবার অর্থাৎ ৩১ আগস্ট, কলকাতার মিলনমেলা প্রাঙ্গনে হই হই করে অনুষ্ঠিত হয়েছে ‘ব্যান্ড স্টর্ম’। আর সেখানে পারফরম্যান্স করেছে নবগঠিত ব্যান্ড ‘হুলিগানইজম’। আর সেই পারফরম্যান্স এখন মূল আলোচনার বিষয় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র। বিশেষ করে ‘তুমি মস্তি করবে জানি’ নামক গানটি সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কারণ সেই গানে কখনও উঠে এসেছে মোদী, SIR, আবার আচ্ছে দিন-এর কথা, আবার কখনও উঠে এসেছে কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, এবং শতরূপ ঘোষের কথা। কিন্তু এবার সেই পারফরম্যান্স নিয়ে গর্জে উঠলেন অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কেন?
সনাতন ধর্মকে অসম্মান করলেন অনির্বাণ?
৩১ আগস্ট, ‘হুলিগানইজম’-এর পারফরম্যান্সে একটি গানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি হঠাৎ করেই সনাতন ধর্মের কথা তুলে আনেন অভিনেতা ও ব্যান্ডের সদস্য অনির্বাণ ভট্টাচার্য। আর সেই প্রসঙ্গে অনির্বাণ ভট্টাচার্য বলেন, “সনাতন এসে গেছে, আর সনাতনী?… সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি, আসেনি তো এখনো? সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাবো।“
আরও পড়ুনঃ মাঠেই গালিগালাজ শুরু করলেন ধোনি! মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহিত শর্মার
গর্জে উঠলেন রুদ্রনীল ঘোষ
আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “ভাই অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মূর্খ ব্যাক্তিও জানেন সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্চা। তারপর বাকী ধর্মগুলির জন্ম। আর আপনি বললেন , “সনাতন এসে গেছে? সনাতন ভারতে পৌঁছাতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে।“ আপনি সজ্ঞানে বললেন এই কথা? অন্য কোন ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চই জানেন! সবাই জানে, টলিউড মাফিয়ারা আপনার কাজ কেড়ে নিয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক!!”
এরপর তিনি আরজি কর কাণ্ডের সময় অনির্বাণের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ”কিন্তু যে “হুলিগানরা” আপনার পেটের ভাত কাড়ল তা নিয়ে, কিংবা RG Kar ডাক্তার হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো-শিক্ষা দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ! অথচ অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে? কাকে খুশী করতে?” এরপর তিনি ওই পোস্টেই অনির্বাণকে ক্ষমা চাওয়ারও পরামর্শ দেন। যদিও এই বিষয়ে অনির্বাণ কিংবা ব্যান্ডের সদস্যদের তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি।